Advertisement
Advertisement

চা বিক্রেতার পর এই সুন্দরী সবজিওয়ালিতেই মজেছে নেটদুনিয়া

তাঁর স্নিগ্ধতা, হাসি এবং নরম চাহনি এখন ভাইরাল ইন্টারনেটে৷

'Nepali Tarkariwali' Is Breaking The Internet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 2:35 pm
  • Updated:November 2, 2016 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো মাত্র কয়েকদিন আগের কথা, পাকিস্তানের এক চা বিক্রেতা মন কেড়েছিলেন যুবতীদের৷ তাঁর নীল চোখের চাহনি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়৷ তাঁর একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর রাতারাতি ভাগ্য বদলে গিয়েছিল পাক চা বিক্রেতা আরশাদ খানের৷

14900601_1389442104421912_6932633724414487700_n

Advertisement

তাঁর নীল চোখে মজে থাকার রেশ কাটতে না কাটতেই আর এক সুন্দরীর হাসিতে মজল নেটদুনিয়া৷ সম্প্রতি নেপালের এক সুন্দরী সবজি বিক্রেতার ছবি ইন্টারনেটে প্রকাশিত হওয়ার পরই ছবিটি নিয়ে হইচই শুরু হয়েছে৷ ছবিতে মেয়েটিকে দেখা গিয়েছে একটি সেতুর উপর দিয়ে সবজির ঝুড়ি মাথায় নিয়ে ফিরছেন৷ তাঁর স্নিগ্ধতা, হাসি এবং নরম চাহনি এখন ভাইরাল ইন্টারনেটে৷ এই সুন্দরী সবজি বিক্রেতার ছবি আপাতত সকলের মন কাড়লেও এখনও পরিচয় জানতে পারা যায়নি তাঁর৷ কেবল জানা গিয়েছে, নেপালেরই এক ফটোগ্রাফার রূপচন্দ্র মহার্জন তাঁর ছবিটি তুলেছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement