সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকালে নেপালের (Nepal) আকাশ থেকে উধাও হয়ে গেল একটি বিমান। সকাল ৯টা ৫৫ মিনিটের পর আর খোঁজ মেলেনি বিমানটির। জানা গিয়েছে, ওই বিমানে ৪ ভারতীয়-সহ মোট ২২ জন যাত্রী ও ক্রু সদস্যরা রয়েছেন। পোখারা থেকে জমসমের দিকে যাচ্ছিল বিমানটি।
জানা গিয়েছে, বিমানটিতে ৪ ভারতীয় ছাড়াও ৪ জন জাপানি নাগরিক ছিলেন। বাকিরা নেপালি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়ার দেশ নেপালে বিমান দুর্ঘটনা প্রায়ই ঘটে। এই বিমানটি নিখোঁজ হওয়ার পরে তাই স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে।
Nepal | Tara Air’s 9 NAET twin-engine aircraft carrying 19 passengers, flying from Pokhara to Jomsom at 9:55am, has lost contact: Airport authorities
— ANI (@ANI) May 29, 2022
“We are deploying helicopter to the area for search operation,” Ram Kumar Dani, DSP of District Police Office, Mustang, told ANI
— ANI (@ANI) May 29, 2022
Home Ministry has deployed two private helicopters from Mustang and Pokhara for the search for missing aircraft. Nepal Army chopper is also being prepared to be deployed for the search: Phadindra Mani Pokharel, spokesperson at Home Ministry to ANI
— ANI (@ANI) May 29, 2022
সংবাদ সংস্থা এএনআইকে স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ফণীন্দ্র মণি পোখারেল জানিয়েছেন, ইতিমধ্যেই দু’টি হেলিকপ্টার মুসতাং ও পোখরা থেকে পাঠানো হয়েছে নিখোঁজ বিমানটির সন্ধানে। পাশাপাশি নেপাল সেনার চপারও বিমানটির খোঁজে অভিযান শুরু করেছে।
এদিকে নেপাল সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, ”নেপাল সেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ইতিমধ্যেই উড়ে গিয়েছে মুসতাংয়ের দিকে। আশঙ্কা রয়েছে বিমানটি ওখানেই ভেঙে পড়েছে। ” নেপালের পুলিশ আধিকারিক রমেশ থাপা জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিমানটির কোনও সন্ধান মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.