Advertisement
Advertisement

বিধ্বংসী বন্যা রুখতে এভারেস্টের বরফগলা হ্রদের জল নিষ্কাশন নেপালের

গত বছর ভয়াবহ ভূমিকম্পের পরই হ্রদের জল ছাপিয়ে বন্যার ভ্রুকুটি আতঙ্কে রেখেছিল স্থানীয়দের৷

Nepal Drains Dangerous Imja Tsho Glacial Lake Near Mount Everest
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 1, 2016 10:38 am
  • Updated:November 1, 2016 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী বন্যার আতঙ্ক কাটিয়ে মাউন্ট এভারেস্টের কাছে বিশালাকার হিমবাহ হ্রদের জল বের করতে সমর্থ হল নেপাল৷
ছয় মাসের অক্লান্ত পরিশ্রমে ইমজা শো হ্রদের ৫০ লক্ষ কিউবিক মিটারের বেশি জল বের করে দেওয়ায় জলস্তর কমেছে সাড়ে তিন মিটার৷ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহ৷ তৈরি হয়েছে বিরাট হিমবাহ হ্রদ৷
নেপালে সবচেয়ে দ্রুতগতিতে ফুলেফেঁপে উঠেছে এই হ্রদটিই৷ গত বছর ভয়াবহ ভূমিকম্পের পরই হ্রদের জল ছাপিয়ে বন্যার ভ্রুকুটি আতঙ্কে রেখেছিল স্থানীয়দের৷ সেই আতঙ্ক এবার প্রশমিত হল বলেই আশা নেপালের।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement