Advertisement
Advertisement

Breaking News

Somalia

মার্কোস কমান্ডোদের দাপটে পালাল সোমালি জলদস্যুরা, উদ্ধার ১৫ ভারতীয় নাবিক

বৃহস্পতিবারই ভারতীয় বাণিজ্যতরী দখল করার চেষ্টা করেছিল জলদস্যুর দল।

Navy rescues crew on hijacked ship carrying 15 Indians। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:January 5, 2024 9:12 pm
  • Updated:January 5, 2024 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি! উদ্ধার পেলেন সোমালিয়া (Somalia) উপকূলে অপহৃত ১৫ জন ভারতীয় নাবিক। একটি বাণিজ্যিক জাহাজ থেকে অপহরণ করা হয়েছিল তাঁদের। ভারতীয় নৌসেনার তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। নৌসেনার (Indian Navy) মেরিন কমান্ডোরা (মার্কোস) শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে হামলাকারী-মুক্ত করতে অভিযান চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ৪ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের দিকে জলদস্যুদের কবলে পড়ে এমভি লীলা নরফোক নামে ওই বাণিজ্যিক জাহাজটি। লাইবেরিয়া থেকে জাহাজটি যাত্রা শুরু করেছিল। কিন্তু সোমালিয়ার উপকূলে পৌঁছতেই জলদস্যুদের কবলে পড়ে বাণিজ্যতরীটি। জাহাজে কর্মরত ছিলেন ১৫ জন ভারতীয়। আটকে পড়েন তাঁরা সকলেই।

Advertisement

[আরও পড়ুন: মন্ত্রীর আশ্বাসে রাজ্যে রেশন ধর্মঘট প্রত্যাহার, শনিবার থেকে স্বাভাবিক পরিষেবা]

স্বাভাবিক ভাবেই এমন খবরে উদ্বেগ ছড়ায়। সোমালিয়ার উদ্দেশে পাঠানো হয় যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই। আকাশপথে পরিস্থিতির নজর রাখে নৌসেনার যুদ্ধবিমান পি-৮আই ও এমকিউ৯বি। অবশেষে শুক্রবাসরীয় সন্ধেয় এল সাফল্য। পাঁচ থেকে ছজন সশস্ত্র হামলাকারীকে কোণঠাসা করার বার্তা পাঠায় মার্কোস।

উল্লেখ্য, এডেন উপসাগর ও আরব সাগর অঞ্চলে সম্প্রতি পর পর ঘটে চলা ঘটনায় নয়া সংযোজন এবারের ঘটনা। কেন এই অঞ্চলে বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে জলদস্যুদের? সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি লোহিত সাগরে হাউথিদের দাপটের কারণে সেদিকেই নজর বেশি রয়েছে মার্কিন নৌসেনার। সেই কারণে অবহেলিত থেকে গিয়েছে এই অঞ্চল।

[আরও পড়ুন: ‘বন্দুক থাকে না? চালাতে পারো না?’, সন্দেশখালি কাণ্ডে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement