Advertisement
Advertisement
Navalny

নাভালনির শেষকৃত্যে এলেই গ্রেপ্তার! আশঙ্কায় ভুগছেন প্রয়াত নেতার স্ত্রী

মস্কোতেই হবে 'পুতিন-বিরোধী' নেতার শেষকৃত্য।

Navalny's wife fears possible arrest of those attending his funeral। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 29, 2024 1:28 pm
  • Updated:February 29, 2024 1:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মস্কোতে শেষকৃত্য সম্পন্ন হবে রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির। এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী ইউলিয়া নাভালনায়া। পাশাপাশি তাঁর আশঙ্কা, শেষকৃত্যে আসা মানুষদের গ্রেপ্তার করতে পারে রুশ প্রশাসন। রাশিয়ার জেলে মৃত্যু হয়েছিল পুতিন-বিরোধী নেতার। মৃত্যুর আসল কারণ নিয়ে প্রকাশ্যে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রহস্য দানা বেঁধেছিল নাভালনির দেহ নিয়েও।

এক্স হ্যান্ডেলে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, শুক্রবার দুপুরে মস্কোর চার্চে অ্যালেক্সেই নাভালনির শেষকৃত্যের কাজ করা হবে। চার্চ অফ দ্য আইকন অফ দ্য মাদার অফ গড যেখানে বিরোধী রুশ নেতার কাজের আয়োজন করা হয়েছে সেটি মস্কোর মারইনোতে অবস্থিত। জানা গিয়েছে, এই শহরেই নাভালনি থাকতেন। এদিন বরিসভস্কয় কবরস্থানে তার দেহ সমাধিস্ত করা হবে।

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানে মোদি মডেল! প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েই বড় সিদ্ধান্ত নওয়াজকন্যার]

রয়টার্স সূত্রে খবর, মস্কোতে নাভালনির শেষকৃত্য সম্পন্ন করা নিয়ে ইউলিয়ার আশঙ্কা, যাঁরা শ্রদ্ধা জানাতে আসবেন তাঁদের গ্রেপ্তার করতে পারে রুশ প্রশাসন। পাশপাশি নাভালনির স্ত্রী তোপ দেগেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মস্কোর মেয়রকে। এক্স হ্যান্ডেলে ইউলিয়া ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “পুতিন এবং মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন এর জন্য দায়ী। আমরা অ্যালেক্সেইর স্মরণসভা করার জন্য কোনও জায়গা পায়নি। ক্রেমলিনের লোকেরাই ওঁকে মেরেছে। তার পর তাঁর দেহ নিয়ে উপহাস করেছে। ওঁর মাকে নিয়ে উপহাস করেছে। এখন ওরা অ্যালেক্সেইর স্মৃতি নিয়েও উপহাস করবে।”

একই অভিযোগ জানিয়েছেন নাভালনির সঙ্গীরাও। ক্রেমলিনকে নিশানা করে তাঁরা জানিয়েছেন, পৃথক একটি স্মরণসভার আয়োজন করতে বাধা দেওয়া হয়েছে। একদিন আগে নাভালনির দেহ কবর দেওয়ার পরিকল্পনাও আটকে দেওয়া হয়। যদিও ক্রেমলিনের দাবি, এই রকম কিছুই করা হয়নি।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি নাভালনির মৃত্যুর খবর আসে। তার পর থেকেই গোটা রাশিয়াজুড়ে একাধিক স্মরণসভা ও শোকসভার আয়োজন করেন নাভালনির সমর্থকরা। তার জেরেই দেশের আইন লঙ্ঘিত হয়েছে বলে রুশ প্রশাসনের দাবি। তাই নাভালনি সমর্থকরা যেখানেই ফুল দিয়ে প্রিয় নেতার উদ্দেশ্যে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছেন, সেই সমস্ত এলাকায় কড়া নজরদারি চালিয়েছে পুলিশ। শুধু তাই নয়, শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement