Advertisement
Advertisement

Breaking News

Imran Khan

ফের ভাঙবে পাকিস্তান! ভয়াবহ বিপর্যয়ের হুঁশিয়ারি ‘গৃহবন্দি’ ইমরানের

দুর্নীতি দমন বিভাগের তলব এড়িয়েছেন ইমরান খান।

Nation will face East Pakistan situation in election is not conducted, says Imran Khan | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 18, 2023 4:55 pm
  • Updated:May 18, 2023 4:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অবস্থা নিয়ে সরকারকে ভাবতে হবে, নয়তো পূর্ব পাকিস্তানের মতো ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে- এমনটাই বার্তা দিলেন ইমরান খান (Imran Khan)। টানা দু’দিন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বাসভবনের সামনে টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী। ইমরানের গ্রেপ্তারির আশঙ্কাও রয়েছে। এহেন পরিস্থিতিতেই ফের সরকারকে একহাত নিলেন প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী। অন্যদিকে, বৃহস্পতিবারই ইমরানকে জমি দুর্নীতি মামলায় তলব করেছিল দুর্নীতি দমন বিভাগ। কিন্তু সেখানে হাজিরা না দিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি।

জামান পার্কের বাসভবনের সামনে লাগাতার টহল দিচ্ছে পাঞ্জাব পুলিশ। বুধবারই পাঞ্জাব প্রশাসনের তরফে ইমরানকে হুঁশিয়ারি দেওয়া হয়, বৃহস্পতিবার বেলা দু’টোর মধ্যে তাঁর ‘আশ্রিত’ অপরাধীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও ইমরানের তরফে কোনও উদ্যোগ দেখা যায়নি। তারপরেই পুলিশি টহল বেড়েছে বলে পাক সংবাদমাধ্যমের খবর।

Advertisement

[আরও পড়ুন: চাকরি ফেরতের দাবি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা]

এহেন পরিস্থিতিতে কার্যত গৃহবন্দি অবস্থায় দেশের উদ্দেশে বার্তা দিয়েছেন ইমরান। তিনি বলেন, “নওয়াজ শরিফের মতো পালিয়ে যাওয়া নেতারা দেশের কথা একেবারেই ভাবেন না। তাঁদের জন্যই দেশের বদনাম হচ্ছে। আমি বুঝতে পারছি আগামী দিনে বড়সড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে পাকিস্তান। অবিলম্বে নির্বাচন না হলে একেবারে পূর্ব পাকিস্তানের দশা হবে দেশের। ভেঙে যাবে পাকিস্তান।”

প্রসঙ্গত, জমি দুর্নীতি মামলায় ৯মে আদালত চত্বরে গ্রেপ্তার হন ইমরান। তার তিনদিন পর জেল থেকে মুক্তি দেওয়া হয় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। তারপরেই পাকিস্তানের একাধিক আদালতে বেশ কয়েকটি মামলায় তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়। এহেন পরিস্থিতিতে জমি দুর্নীতিতে বৃহস্পতিবার ইমরানকে তলব করে দুর্নীতি দমন বিভাগ। কিন্তু ইমরান সাফ জানিয়ে দিয়েছেন, এই তদন্তে তিনি অংশ নেবেন না।

[আরও পড়ুন: এগরা বিস্ফোরণ: ৪৮ ঘণ্টা পর মিলল সাফল্য, ওড়িশা থেকে পুলিশের জালে ভানু বাগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement