সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাজীবন কি ওই দশটা পাঁচটার চাকরিই করবেন? নাকি একটু অ্যাডভেঞ্চারাস কিছু করার ইচ্ছা আছে? যদি সেরকম ইচ্ছা থাকে, তবে এই চাকরি আপনারই জন্য। সোজা বায়োডাটা নিয়ে চলে যান নাসার অফিসে। কি ভাবছেন, ইয়ারকি মারছি? একদমই না।
[জানেন, আগামী ৭ই আগস্ট কি দেখতে পাবেন আকাশে?]
পৃথিবীতে হামলা চালানো এলিয়েন তাড়িয়ে কোটি টাকারও বেশি বেতন পারেন আপনি। জানা গিয়েছে, নাসা সম্প্রতি বিশ্ব সুরক্ষা আধিকারিক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি দেয়, যাদের কাজ হবে বিশ্ব এবং বিশ্ববাসীকে এলিয়েনদের হাত থেকে রক্ষা করা। এই কাজের জন্য নাসা প্রতি বছর প্রায় ৮০ লক্ষ থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা বেতন দেওয়া হবে।
[অপেক্ষার শেষ, এবার আকাশের রং পাল্টাবে NASA]
২০১৪ সাল থেকে নাসার একমাত্র গ্রহ সুরক্ষা আধিকারিক ক্যাথরিক ক্যানলে জানিয়েছেন, সারা বিশ্বে এরকম আরেকটি পদের জন্য আবেদন করা যাবে। সেটি রয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সিতে। তিনি আরও জানান ১৯৬৭ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, যে কোনও যেকোনও মহাকাশ অভিযানের ক্ষেত্রে এলিয়েনদের সংক্রমণের ঝুঁকি ১০,০০০ ভাগের এক ভাগের থেকেও কম রাখা হয়।
[ভিন গ্রহে থাকতে পারে প্রাণ, যুগান্তকারী ঘোষণা NASA-র]
এই চাকরিতে অবশ্য সবাই আবেদন করতে পারবেন না। যারা ইঞ্জিনিয়ারিং-এ তুখোড়, তারাই পাবেন এই চাকরি। তবে এটা কিন্তু কোনও আংশিক সময়ে চাকরি নয়। যারা ইচ্ছুক তাদের আগামী ১৪অগাস্টের মধ্যে আবেদন করতে হবে।
[উন্মুক্ত শরীরে রঙের খেলায় মাতলেন সারা বিশ্বের শিল্পীরা]
নাসার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে বিশ্বের যে কোনও প্রান্তে যে কোনও সময় দৌড়োদৌড়ির জন্য তৈরি থাকতে হবে। তৈরি থাকতে হবে দিনে হাজার হাজার ই-মেল পাওয়ার জন্য। কোনও অসামরিক সরকারি প্রশাসনের শীর্ষ পদে অন্তত এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীর।
মার্কিন সরকারের সরকারি কর্মসংস্থান সাইটে জারি হয়েছে বিজ্ঞপ্তি। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য নিয়োগ করা হবে। দরকারে আরও ২ বছরের জন্য বাড়তে পারে মেয়াদ। এটি বাড়িয়ে আবার ৫ বছরও করা যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.