Advertisement
Advertisement

অপেক্ষার শেষ, এবার আকাশের রং পাল্টাবে NASA

কীভাবে সম্ভব হবে তা?

NASA experiment to colour the skies over the US East Coast
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2017 10:08 am
  • Updated:June 12, 2017 10:54 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  নাসা এবার রং করবে আকাশ। মানে আকাশের রং বদলে দেবে আন্তর্জাতিক মহাকাশ বিজ্ঞান গবেষণার সংস্থাটি। ঘাবড়ে গেলেন ? না, চিন্তার কোনও কারণ নেই। নাসার পরবর্তী প্রকল্প ঠিক এটাই। অবশ্য  শুধুশুধু আকাশ রং করার পাগলামি নাসা দেখাচ্ছে না। সংস্থার তৈরি একটি রকেট উৎক্ষেপণের সময় তৈরি হবে হরেক রঙের কৃত্রিম মেঘ। এই মেঘ স্থানীয় ভাবে ছড়িয়ে গিয়ে বদলে দেবে আকাশের রং। অনেকটা এভাবেই, যেমনটা দেখা যাচ্ছে নিচের ছবিতে-

NASA

Advertisement

 

রবিবার রাতে রকেট উৎক্ষেপণের কথা থাকলেও, ঝোড়ো হাওয়া-সহ খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। ভার্জিনিয়ার ওয়ালুপ ফ্লাইট ফেসিলিটি এরিয়ায় রকেট উৎক্ষেপিত হলে, ওই এলাকার আকাশে দেখা যেত অন্য রং। মূলত রাতের আকাশেই এই রং ছড়াতো কৃত্রিম মেঘ।  আমেরিকার পূর্ব উপকূল বরাবর অঞ্চলের মানুষদের চোখে পড়ত আকাশের ভোলবদলের ছবি। মূলত নিউ ইয়র্ক থেকে উত্তর ক্যারোলিনার মানুষ চাক্ষুষ করতে পারতেন এই নজিরবিহীন দৃশ্য। তবে হাল ছাড়ছে না নাসা। সোমবার রাতেও রকেট উৎক্ষেপণের চেষ্টা করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন বিজ্ঞানীরা।

[বলিউড তারকাদের দেখতে ভারতে অনুপ্রবেশ পাক যুবকের]

তাঁরা বলছেন,  আকাশে ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই রকেট থেকে  ১০টি নরম পানীয়ের বোতলের মাপের কৌটো বেরিয়ে আসবে, যেগুলি থেকে নির্গত হবে ব্যারিয়াম, স্ট্রোনটিয়াম ও কুইপ্রিক অক্সাইডের মতো গ্যাসের বাষ্প। সেখান থেকে উৎপাদিত হবে নীল-সবুজ ও লাল রংয়ের কৃত্রিম মেঘ।  শুধু বিজ্ঞানীরাই নন, রকেট উৎক্ষেপণস্থল থেকে এই মেঘের খেলা দেখতে পারবেন সাধারণ মানুষও। তাঁদের জন্য নাসার সংরক্ষিত এলাকাটি খুলে দেওয়া হবে স্থানীয় সময় রাত ৮টা নাগাদ। আর যাঁরা চাক্ষুষ করতে পারবেন না , নাসা হতাশ করছে না তাঁদেরও। সংস্থার ওয়েবসাইট ও ফেসবুক, টুইটারেরই দেখা যাবে সে ছবি।

[গঙ্গা নিয়ে ছেলেখেলা? হতে পারে ৭ বছরের জেল, ১০০ কোটি টাকা জরিমানা]

৮মিনিটের উড়ানে রকেটের মূল অংশ গিয়ে পড়বে আটলান্টিক মহাসাগরের মধ্যে, ভার্জিনিয়ার সমুদ্র উপকূল থেকে ১৪৫ কিলোমিটার দূরে। এবার শুধু অপেক্ষা আকাশে রংয়ের খেলা দেখার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement