সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ এশিয়ার কণ্ঠস্বর হিসাবে জি-৭ (G-7) সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), সেরকমটাই জানালেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোশি এফ সুজুকি। শুক্রবার থেকে জাপানে (Japan) শুরু হচ্ছে জি-৭ সম্মেলন। ইতিমধ্যেই সম্মেলনে যোগ দিতে সেদেশে পৌঁছে গিয়েছেন মোদি। তার আগেই সম্মেলন নিয়ে মুখ খুলেছেন জাপানি রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার সুজুকি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চান আন্তর্জাতিক ক্ষেত্রে দেশগুলির মধ্যে আরও একতা বজায় থাক। সেখানেই ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ এশিয়ার কণ্ঠস্বর হিসাবে নরেন্দ্র মোদি খুবই বিশ্বাসযোগ্য। তাই জি-৭ এর সদস্য দেশগুলিকে মোদি বোঝাতে পারবেন। পারমাণবিক অস্ত্র ব্যবহার যথা সম্ভব কমিয়ে শান্তি বজায় রাখার বার্তা দিতে পারে ভারত।”
জি-৭ সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও একাধিকবার আলোচনা হতে পারে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। তিনি বলেন, “ইউক্রেনে রুশ হামলা প্রসঙ্গে ভারতের যা অবস্থান সম্পর্কে জাপান ওয়াকিবহাল রয়েছে। তবে এই যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বকে বার্তা দিতে চান প্রধানমন্ত্রী কিশিদা। তাঁর মতে, এইভাবে আগ্রাসন চালিয়ে যেতে পারে না রাশিয়া। অপেক্ষাকৃত দুর্বল প্রতিবেশী দেশগুলির উপর যদি এভাবে হামলা হয়, তাহলে আগামী দিনে আরও যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে বিশ্বজুড়ে।”
জানা গিয়েছে, শুক্রবারেই ভারত থেকে জাপানের উদ্দেশে রওনা দিয়েছেন মোদি। ১৯ থেকে ২১ মে জাপানের হিরোশিমায় জি-৭ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। এছাড়াও বিশ্বশান্তির বার্তা দিতে হিরোশিমায় একটি গান্ধীমূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, জি-৭ সম্মেলনে এটাই মোদির চতুর্থবার যোগদান। গত বছর জার্মানির বাভারিয়ায় তিনি গিয়েছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.