Advertisement
Advertisement

Breaking News

মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

এই নিয়ে গত একমাসে পাঁচটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিম জং উন প্রশাসন।

N Korea launches 'New Type' Of Cruise Missile
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 9, 2017 5:18 am
  • Updated:June 9, 2017 5:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা-সহ বিশ্বের অন্যান্য দেশগুলির নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ফের একবার মিসাইল পরীক্ষা করল উত্তর কোরিয়া। এবার ভূমি থেকে জাহাজে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপন করল তারা। জানা গিয়েছে, জলপথে আক্রমণকারী শত্রুদেশের যেকোন ধরনের জাহাজ ধ্বংস করতে সক্ষম এই ক্রুজ মিসাইলগুলি। নিজেদের শক্তি প্রদর্শন করতে বৃহস্পতিবারই এই মিসাইল পরীক্ষা করে কিম জং উনের সরকার। আর শুক্রবার সেটির সাফল্যের কথা ঘোষণা করা হয়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, ‘লঞ্চ করা ক্রুজ মিসাইলগুলি কোরীয় উপসাগরের পূর্ব উপকূলে নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত হেনেছে।’

[‘গোটা দেশে আরএসএসের রাজনৈতিক মতাদর্শকে স্থাপন করতে চাইছে বিজেপি’]

ইতিমধ্যে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করেছে রাষ্ট্রসংঘ। চাপানো হয়েছে বেশ কিছু নতুন বিধিনিষেধও। তবুও কোনও ভ্রূক্ষেপ নেই সেদেশের। সবমিলিয়ে গত এক মাসে পাঁচটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ফেলল কিম জং উন প্রশাসন। আর এর ফলেই উত্তেজনা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে। জানা গিয়েছে, সম্প্রতি মোট তিনটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছিল উত্তর কোরিয়া। যেগুলি ভূমি থেকে আকাশে আঘাতকারী ছিল। তবে গত মে মাসে দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি মুন জেই-ইন ক্ষমতায় আসার পর এই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। জানা গিয়েছে, ভূমি থেকে জাহাজে আঘাতাকারী এই ক্রুজ মিসাইলের পাল্লা ২০০ কিলোমিটার। এর আগে ২০১৫ সালে এরকমই মিসাইল পরীক্ষা করেছিল কিম জং উন প্রশাসন। কিন্তু সেগুলির পাল্লা ছিল ১০০ কিলোমিটার। মনে করা হচ্ছে, নতুন মিসাইলগুলি সেটিরই উন্নততর রূপ। কোরিয়া নিরাপত্তা বিশেষজ্ঞ সিন জং-য়ু বলেন, ‘এই পরীক্ষার ফলে ফের একবার প্রমাণিত হল নিজেদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আরও বাড়িয়ে চলেছে উত্তর কোরিয়া। আমেরিকা এবং দক্ষিণ কোরিযার পক্ষে যা কার্যত চিন্তার বিষয়।’

Advertisement

[মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা শিথিল করল কেরলের বাম সরকার]

চলতি মাসের প্রথম সপ্তাহেই জাপান সাগরে নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছিল আমেরিকা। বন্ধু দেশ জাপানের সঙ্গে মহড়ায় অংশ নিয়েছিল ইউএসএস কার্ল ভিনসন, ইউএসএস রোনাল্ড রেগান-সহ প্রায় ১২ টি মার্কিন রণতরী। জাপানের তরফ থেকে পাঠানো হয়েছিল দু’টি রণতরী। কূটনৈতিক মহলের মতে, এই মহড়ার মূল উদ্দেশ্যেই ছিল উত্তর কোরিয়াকে পরোক্ষভাবে সাবধান করে দেওয়া। শুধু এই মহড়া নয়, গত মঙ্গলবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন ডুবোজাহাজ ইউএসএস চেয়েনে দক্ষিণ কোরিয়ার রাজধানী বুসানের বন্দরে ঘাঁটি গেড়েছে।

[শুধু পর্দায় নয় পর্দার বাইরেও তিনি ওয়ান্ডার উওম্যান, জানেন কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement