সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ানমারে অরাজকতা চলছেই। নির্বাচন কমিশনের উপপ্রধানকে গুলি করে হত্যা করল ‘পিপলস ডিফেন্স ফোর্স’। শনিবার পূর্ব ইয়াঙ্গনে থিঙ্গাঙ্গয়ুন শহরে তাঁকে লক্ষ্য় করে গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।
মায়ানমারের সেনাবাহিনী জুন্টার দাবি, বিদ্রোহী বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স পরিকল্পিতভাবে খুন করেছে জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টরকে। নিহতের নাম সাই কাও থু। সেনার দাবি, বিদ্রোহীরা দেশের পদস্থ আধিকারিকদের বাছাই করে করে খুন করছে। সেই তালিকায় নবতম সংযোজন নির্বাচন কমিশনের সেকেন্ড ইন কমান্ডের মৃত্যু। যদি এ প্রসঙ্গে বিদ্রোহীদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আং সান সু কি-কে উৎখাত করে মায়ানমারের ক্ষমতা দখল করে সে দেশের সেনা তথা জুন্টা। তারপর থেকেই নির্বিচারে আমজনতাকে হত্যা করা হয়েছে। পালটা প্রতিরোধ করতে ‘পিপলস ডিফেন্স ফোর্স’ গড়ে তোলে মায়ানমারের জনতা। তাঁরাই এবার মায়ানমারের বর্তমান সরকারপন্থী তথা জুন্টা পন্থীদের বাছাই করে হত্যা করছে বলে দাবি সেনার। প্রসঙ্গত, সরকারের বিরোধিতার চরম ‘শাস্তি’ মায়ানমারে (Myanmar)। আকাশপথে হামলা চালাল মায়ানমারের শাসক সেনা জুন্টা (Junta)। নিহত অন্তত ১০০ জন। মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু ও মহিলা। ছিলেন সাংবাদিকরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.