Advertisement
Advertisement

Breaking News

আদালতে মন্দিরের বিগ্রহ ভাঙচুরের দায় স্বীকার মুসলিম যুবকের

মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গত রবিবার স্থানীয়রা পথ অবরোধ করেন।

Muslim Youth confesses destroying Shiva temple in Chittagong
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2017 2:50 pm
  • Updated:May 16, 2017 2:50 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের গোসাইলডাঙার শিব মন্দিরের বিগ্রহ ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মহম্মদ সুকুর। সোমবার সন্ধেয় চট্টগ্রাম মহানগর আদালতে বিচারক নাজমুল হোসেন চৌধুরির এজলাসে সুকুর জবানবন্দি দেয়।

গত শনিবার রাতে গোসাইলডাঙার শিবালয় মন্দিরে ভাঙচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। পরে রবিবার বিকেলে সুকুর ওই মন্দিরে ত্রিশূল হাতে হাজির হয়ে ঘটনার দায় স্বীকার করে। তখন সেখানে প্রহরারত পুলিশ তাকে গ্রেপ্তার করে। জবানবন্দিতে সুকুর বলেছে, শনিবার রাত তিনটে নাগাদ মন্দিরের আঙিনায় ঢুকে দুটি বিগ্রহ ভাঙচুর করে। বন্দর থানার পরিদর্শক বিকাশ সরকার বলেন, জবানবন্দির পর তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ওই যুবক আগ্রাবাদ দাইয়াপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব এলাকায়।

Advertisement

[শিব মন্দিরের বিগ্রহ ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা, এলাকায় চাঞ্চল্য]

শিব মন্দিরে বিগ্রহ ভেঙে ফেলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মন্দিরের বারান্দায় সাত ফুট লম্বা ‘কালভৈরব’ ও ‘নন্দীকেশরের’ বিগ্রহ ভেঙে ফেলে রাখা হয়। বিগ্রহের ভাঙা কিছু অংশ মন্দিরের বাইরে এনে আগুনও দেওয়া হয়। মন্দিরের সীমানা দেওয়ালে অংকিত কালী, রামকৃষ্ণ, সারদা দেবীর চিত্রে কালো টেপও লাগিয়ে দেওয়া হয়। মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে রবিবার স্থানীয়রা সড়ক অবরোধ করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement