Advertisement
Advertisement

Breaking News

হিজাব গলায় দিয়ে ঝুলে পড়ার হুমকি শিক্ষিকাকে

নোটের শেষে ‘আমেরিকা’ শব্দটি লেখার সঙ্গে কালো কালিতে মার্কিন পতাকার ছবিও আঁকা ছিল বলে জানান ওই শিক্ষিকা৷

muslim teacher get anonymous note about handscarf
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 14, 2016 5:16 pm
  • Updated:November 14, 2016 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ক্ষমতায় এলে কোপ পড়বে অভিবাসীদের উপর৷ ইঙ্গিত ছিলই৷ ট্রাম্পের রোষানলে ছিলেন সংখ্যালঘুরাও৷ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে না আসতেই বোধহয় তারই ছবি দেখছেন মার্কিনিরা৷ আতঙ্কিত মার্কিন মুলুকে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষজন৷ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে যেখানে এক ইসলাম ধর্মাবলম্বীকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে৷

‘হিজাব গলায় দিয়ে ঝুলে পড়ুন’৷ জর্জিয়া ডাকুলা হাইস্কুলের এক মুসলিম শিক্ষিকাকে এমনই হুমকি দেওযার অভিযোগ উঠেছে৷ মাইরা তেলি নামে ওই মুসলিম শিক্ষিকা জনিয়েছেন, গত শুক্রবার তাঁর উদ্দেশ্যে ফাঁকা ক্লাসরুমে একটি চিরকুট রেখে যান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷ চিরকুটে লেখা, ‘হিজাব গলায় দিয়ে ঝুলে পড়ুন’৷ নোটের শেষে‘আমেরিকা’শব্দটি লেখার সঙ্গে কালো কালিতে মার্কিন পতাকার ছবিও আঁকা ছিল বলে জানান ওই শিক্ষিকা৷

Advertisement

ওই শিক্ষিকা তাঁর ফেসবুক পেজে জানান, এক মুসলিম ধর্মালম্বী হিসাবে নিজের বিশ্বাস থেকেই তিনি হিজাব পড়েন৷ অন্যান্য মার্কিন নাগরিকদের  হিসাবে সচেতনতা প্রচারের উদ্দেশ্যেই তিনি একথা জানাচ্ছেন বলে মন্তব্য করেন ওই শিক্ষিকা৷ তাঁর দাবি, মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়িয়ে আমেরিকা কখনও মহান হতে পারবে না৷ এ ঘটনা ছাড়াও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরপরই মার্কিন মুলুকের বিভিন্ন প্রান্তে একের পর এক বিদ্বেষমুলক ঘটনা সামনে আসছে৷ যদিও ওই শিক্ষিকাকে কে বা কারা এই হুমকি দিল তা এখনও জানা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement