Advertisement
Advertisement

Breaking News

মুসলমান মালিকের রেস্তরাঁতেই বড়দিনে বিনামূল্যে ভুরিভোজ!

লন্ডনের এক রেস্তোরাঁর মুসলমান মালিক বুঝিয়ে দিলেন, ধর্ম নয়, তাঁর আসল পরিচয় তিনি একজন মানুষ৷

Muslim-owned restaurant will offer free meals on this Christmas Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 6, 2016 2:07 pm
  • Updated:December 6, 2016 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য মানুষ? এ এক চিরকেলে ধাঁধা৷ কিন্তু ধর্ম যে কোনও মানুষের মনুষ্যত্ব ছিনিয়ে নিতে পারে না, তার প্রমাণ ফের মিলল এই সমাজেই৷ তাই সমস্ত প্রতিকূলতা পেরিয়ে ‘সবার উপর মানুষ সত্য’ প্রবাদই বারে বারে প্রতিষ্ঠিত হয়ে এসেছে৷ লন্ডনের এক রেস্তরাঁর মুসলমান মালিক বুঝিয়ে দিলেন, ধর্ম নয়, তাঁর আসল পরিচয় তিনি একজন মানুষ৷

সামনেই বড়দিন৷ আর লন্ডনে বড়দিন মানে বিরাট উৎসব৷ যিশু খ্রীষ্টের জন্মদিনে গোটা শহর রঙিন হয়ে ওঠে৷ এই উৎসবে কোনও ভেদাভেদ থাকে না৷ ছোট-বড় উঁচুতলা, নিচুতলার সব মানুষ একজোট হয়ে যিশুর জন্মদিন পালন করেন৷ আর তাই মানবজাতির মহামিলনে ঘরছাড়াদের জন্য বিশেষ খাবার-দাবারের আয়োজন করেছেন লন্ডনের ‘শিশ’ রেস্তরাঁর মালিক৷

Advertisement

৫ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনে দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই রেস্তরাঁয় সমস্ত ঘরছাড়া মানুষকে বিনামূল্যে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে৷ স্টেশনে, ফুটপাতে, গাছের তলায় দিন কাটানো মানুষদের মুখে হাসি ফোটাতে তিনবেলার খাবার খাওয়ানো হবে৷ মেনুতে থাকছে স্যুপ, রাইস পুডিং, সবজি, মুরগির মাংস সবকিছুই৷ ইতিমধ্যেই এই এলাহি আয়োজনের খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ খ্রীষ্ট ধর্মের উৎসবে মুসলমান মালিকের এই মানবিক দৃশ্য নতুন করে যেন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement