Advertisement
Advertisement
শ্রীলঙ্কা

জঙ্গিদমন অভিযানের বিরোধিতা, গণইস্তফা শ্রীলঙ্কার মুসলিম মন্ত্রীদের   

পদ না ছাড়লে ফল হবে ভয়ংকর, মুসলিম গভর্নরদের হুমকি কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুদের৷ 

Muslim ministers in Sri Lanka resigns following crackdown
Published by: Monishankar Choudhury
  • Posted:June 4, 2019 11:36 am
  • Updated:June 4, 2019 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলা জঙ্গিদমন অভিযান ও সেনাবহিনীর বিশেষ ক্ষমতার প্রতিবাদে গণইস্তফা দিলেন শ্রীলঙ্কার মুসলিম মন্ত্রীরা৷ এঁদের মধ্যে অনেকেই  আবার ক্যাবিনেটে রয়েছেন৷ দ্বীপরাষ্ট্রটিতে ইস্টার ডে হামলার পর থেকেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী৷ বিক্ষুব্ধদের অভিযোগ, সন্ত্রাস দমনের নাম নিরীহ মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে৷

[আরও পড়ুন: কলম্বোয় ফিদায়েঁ হামলার আগে কাশ্মীর-কেরলে ভ্রমণ! চাঞ্চল্যকর তথ্য শ্রীলঙ্কার]

Advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেলে ইস্তফা দেন শ্রীলঙ্কার ১০ জন মুসলিম মন্ত্রী৷ তাঁদের মধ্যে চারজন ক্যাবিনেট মিনিস্টার, পাঁচ স্টেট মিনিস্টার ও একজন ডেপুটি মিনিস্টার৷ ইস্তফার পর উচ্চশিক্ষা মন্ত্রী রউফ হাকিমের দাবি, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে নিরীহ মুসলিমদের উপর অত্যাচার চলছে৷ নিরপরাধ মানুষরা হিংসার শিকার হচ্ছে৷” গত এপ্রিল মাসে শ্রীলঙ্কায় ঘটা ধারাবাহিক বিস্ফোরণের পর পুলিশ ও সেনাকে বিশেষ ক্ষমতা দিয়েছে সরকার৷ রউফ দাবি করেন, তারপর থেকেই একাধিক সংঘর্ষে নিহত হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গি৷ দেশজুড়ে কয়েকশো সন্দেহভাজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ ও সেনা৷ তবে এদের মধ্যে অনেকই নিরীহ৷ শুধুমাত্র মুসলিম হওয়ায় তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে৷ 

এদিকে, সোমবার ফের হুমকি দিয়েছে কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুরা৷ তাঁরা হুঁশিয়ারি দিয়েছে, মুসলিম রাজ্যপাল ও মন্ত্রীরা পদ না ছাড়লে তাঁদের ভয়ংকর ফল ভোগ করতে হবে৷ উল্লেখ্য, ইস্টার ডে হামলার পর সেনাবাহিনী ও পুলিশকে বিশেষ ক্ষমতা দিয়েছেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা৷ নয়া ক্ষমতা প্রয়োগ করে যে কোনও সন্দেহভাজনকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে আটকে রাখতে পারে সেনা ও পুলিশ৷ অভিযোগ, অনেক ক্ষেত্রেই এর ফলে বেকায়দায় পড়তে হচ্ছে নিরীহ মানুষকে৷ নিরাপত্তারক্ষীদের হাতে অকারণেই হেনস্তা হতে হচ্ছে তাঁদের৷ সব মিলিয়ে ক্রমশ ঘোরালো হয়ে উঠছে দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি৷      

   [আরও পড়ুন: শ্রীলঙ্কার পথে হেঁটে গোটা বিশ্বে বোরখা নিষিদ্ধ করার দাবি তসলিমা নাসরিনের]     

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement