Advertisement
Advertisement

মার্কিন মদতে আবারও পাকিস্তানের ক্ষমতায় ফিরতে ইচ্ছুক মুশারফ!

ভিডিও ঘিরে চাঞ্চল্য৷

 Musharraf seeks US support for coup
Published by: Tanujit Das
  • Posted:December 29, 2018 5:13 pm
  • Updated:December 29, 2018 5:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রচ্ছন্ন মদতে আবারও পাকিস্তানের সর্বময় কর্তা হয়ে উঠতে চাইছেন সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ৷ সম্প্রতি টুইটারে দুটি ভিডিও প্রকাশ করেছেন পাক কলামিস্ট গুল বুখারি৷ যেখানে প্রাক্তন পাক সেনাপ্রধানকে বেশ কিছু বিতর্কিত কথা বলতে শোনা গিয়েছে এবং সেখানেই তিনি পাকিস্তানের ক্ষমতায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন৷

[অবলা বাঁদরকেও ছাড়ল না! বিকৃতকাম মহিলার কী হল জানেন?]

Advertisement

প্রকাশিত ভিডিওতে মুশারফকে কথা বলতে দেখা গিয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে৷ সেখানে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সমর্থনে যুক্তি খাড়া করেন তিনি৷ জানিয়েছেন, আল-কায়দার প্রাক্তন প্রধান ওসামা-বিন লাদেন যে পাকিস্তানেই আত্মগোপন করে থাকতে পারেন, বিষয়টিতে যথাযথ গুরুত্ব দিয়ে দেখেনি আইএসআই৷ বিষয়টি অত্যন্ত লজ্জার৷ তবে এই ভুলের জন্য আইএসআই-কে ক্ষমা করে দেওয়ার পক্ষেও সওয়াল করেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট৷ যুক্তি দিয়ে তিনি জানান, ৯/১১-র সময়ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আল-কায়দাকে তেমন একটা গুরুত্ব দেয়নি৷

[‘পুরোপুরি বন্ধ হবে মেক্সিকো সীমান্ত’, ডেমোক্র্যাটদের চরম হুঁশিয়ারি ট্রাম্পের]

এরপরই মার্কিন প্রতিনিধিদের কাছে মুশারফ প্রস্তাব দেন, আমেরিকার সাহায্যে আবারও পাকিস্তানের ক্ষমতায় ফিরতে ইচ্ছুক তিনি৷ তবে সরাসরি সাহায্য করতে হবে না ওয়াশিংটনকে৷ বরং পর্দার আড়াল থেকে সাহায্য করবে আমেরিকা৷ জঙ্গি দমনে পাকিস্তানকে যে আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা, কিন্তু কাজের কাজ কিছুই করেনি ইসলামাবাদ৷ উক্ত বৈঠকে এই বিষয়টিও মুশারফের সামনে উল্লেখ করেন মার্কিন প্রতিনিধিরা৷ তখন মুশারফকে বলতে শোনা যায়, ওই অর্থের অনেকটা অংশ দেশের দারিদ্র দূরিকরণের কাজে ব্যবহার করেছে পাকিস্তান৷ ভিডিওগুলি ঠিক কবে কার সেই বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেননি কলামিস্ট গুল বুখরি৷ ওয়াকিবহাল মহলের অনুমান, ভিডিওগুলি ২০১২-র হতে পারে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement