Advertisement
Advertisement

Breaking News

পরিবারে নতুন অতিথি আনার চিন্তাভাবনা ছিল শ্রীনিবাস ও তাঁর স্ত্রীর

কিন্তু তাঁর আগেই জাতিবিদ্বেষের শিকার ভারতীয় ইঞ্জিনিয়ার৷ সহযোগিতার আশ্বাস সুষমার৷

Murdered Indian Engineer was planning for a baby
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 25, 2017 3:30 am
  • Updated:February 25, 2017 3:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিক চলছিল৷ ভেবেছিলেন এবছর পরিবারকে বাড়তি সময় দেবেন৷ পরিবারে নতুন অতিথি আনার চিন্তাভাবনা করছিলেন শ্রীনিবাস ও তাঁর স্ত্রী সুনয়না৷ এক লহমায় সব চুরমার হয়ে গেল৷ ‘আমার দেশ থেকে বেরিয়ে যাও’… কথাটা শেষ হতে না হতেই ৩২ বছরের ভারতীয় ইঞ্জিনিয়ারকে গুলিতে ঝাঁঝরা করে দিল মার্কিন নৌবাহিনির প্রাক্তন কর্মী অ্যাডাম পারিংটন৷

২৩-এই বিএমসি ভোটে বাজিমাত এই ম্যানেজমেন্ট পড়ুয়ার

Advertisement

কী দোষ ছিল ভারতীয় ইঞ্জিনিয়ারের? কর্মসূত্রে আমেরিকায় থাকতেন তিনি৷ কাজ করতেন এক মার্কিন সংস্থায়৷ আর সেই দোষেই মৃত্যু হল তাঁর৷ ঘটনায় জখম হয়েছেন আরও দুই জন৷ একজন শ্রীনিবাসেরই বন্ধু তথা সহকর্মী অলোক মাদাসানি আর এক মার্কিন বাসিন্দা ইয়ান গ্রিলট৷ মাদাসানির কথায়, অন্যান্য দিনের মতোই পানশালায় বসে গল্প করছিলেন তাঁরা৷ তখই জাতিবিদ্বেষ মূলক মন্তব্য করছিল অ্যাডাম৷ প্রথমে বিষয়টিতে গুরুত্ব না দিলেও অ্যাডামের কটূক্তি সীমা ছাড়িয়ে যাওয়ায় পানশালার ম্যানেজারকে অভিযোগ জানান শ্রীনিবাস৷ অ্যাডামকে পানশালা থেকে বের করে দেওয়া হয়৷ তখন চলে গেলেও কিছুক্ষণ পর বন্দুক নিয়ে ফিরে আসে সে৷ শ্রীনিবাসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শ্রীনিবাসের৷

কানপুরের ট্রেন দুর্ঘটনার নেপথ্যে রয়েছে সীমান্তপারের জঙ্গিদের হাত: মোদি

ক’দিন আগেও যে ছেলে স্ত্রীর সঙ্গে সেলফি পাঠিয়েছিল, সেই ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা-মা মধুসূদন ও ভারদিনি৷ দুঃসংবাদ শোনার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন ভারদিনি৷ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ পুরো বিষয়টি তাঁকে হতবাক করে দিয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি৷ আমেরিকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ শ্রীনিবাসের স্ত্রীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে৷ তাঁকে সবরকম সহযোগিতা করবে ভারত সরকার জানিয়েছেন সুষমা৷

এদিকে বৃহস্পতিবারই গ্রেপ্তার করা হয়েছে অ্যাডামকে৷ কেবলমাত্র হিংসার বশবর্তী হয়েই ভারতীয় ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল অ্যাডাম৷ প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ৷ এই ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনকও আখ্যা দেওয়া হয়েছে পুলিশের তরফে৷ এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি মার্কিন দূতাবাসের৷

ভারতীয় ইঞ্জিনিয়ার আলোককে বাঁচিয়ে মানবিকতার নজির এই ‘হিরো’-র

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement