Advertisement
Advertisement
Muhammad Yunus

হাসিনা বিরোধী আন্দোলনের মাথা ইউনুসেরই সহকারী! ‘পরিকল্পিত অভ্যুত্থান’ নিয়ে স্বীকারোক্তি নোবেলজয়ীর

মার্কিন মুলুকে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই।

Muhammad Yunus reveals brain behind anti Hasina movement
Published by: Anwesha Adhikary
  • Posted:September 27, 2024 12:54 pm
  • Updated:September 27, 2024 12:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশব্যাপী আন্দোলনের জেরে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। পতন হয়েছিল আওয়ামি লিগ সরকারের। সেই ব্যাপক গণ আন্দোলনের ‘মাথা’ ছিলেন মহম্মদ ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম। মার্কিন মুলুকে দাঁড়িয়ে এমন বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজেই। তাঁর কথায়, গোটা আন্দোলনের মস্তিষ্ক ছিলেন মাহফুজ।

চলতি বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। যা কার্যত রূপ নেয় ‘হাসিনা হঠাও’ অভিযানে। গণঅভ্যুত্থানের জেরে গদি হারান হাসিনা। এর পরই প্রশ্ন ওঠে মুজিবকন্যার ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে বড় কোনও ষড়যন্ত্র ছিল? কারও অঙ্গুলিহেলনেই কি বড় আকার নেয় ছাত্র আন্দোলন? রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে এই অভিযোগগুলো কার্যত মেনে নিয়েছিলেন ইউনুস। বলেছিলেন, “শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া কোনও আকস্মিক ঘটনা নয়। এর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই প্রতিবাদের পিছনে কে ছিল সেটা কেউ বলতে পারবে না।” যদিও নিউ ইয়র্কের অনুষ্ঠানে মেহফুজ আবদুল্লা নামে একজনের কথা উল্লেখ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

Advertisement

তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে একটি অনুষ্ঠানে এসে ইউনুস সাফ জানিয়ে দেন, হাসিনা বিরোধী আন্দোলনের মাথা ছিলেন তাঁরই এক বিশেষ সহকারী। ইউনুসের কথায়, “গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল আন্দোলনকারীদের ভাষণ। নিজের জীবনের ঝুঁকি নিয়েও আন্দোলন থেকে পিছু হঠেনি। গোটা আন্দোলনের মাথা ছিল মাহফুজ আলম। যদিও সেটা ও অস্বীকার করে। কিন্তু সকলে ওকেই আন্দোলনের মস্তিষ্ক বলে চেনে।” সেই সঙ্গে ইউনুসের স্বীকারোক্তি, এই আন্দোলন মোটেই স্বতঃস্ফূর্ত নয়। গোটা আন্দোলন এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যেন একজনও শীর্ষ নেতা গ্রেপ্তার না হন। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার পরেই ইউনুসের বিশেষ সহকারী হিসাবে বেছে নেওয়া হয় এই মাহফুজ আলমকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement