Advertisement
Advertisement

Breaking News

আমেরিকায় আরও সহজ ভারতীয়দের প্রবেশাধিকার

নতুন এই চুক্তিতে আমেরিকার বেশ কয়েকটি নির্দিষ্ট বিমানবন্দরে ঝামেলাহীন প্রবেশাধিকার পাবেন ভারতীয়রা৷ অযথা বাড়তি নিরাপত্তার গ্যাঁড়াকলে তাঁদের পড়তে হবে না৷

MoU signed for hassle-free entry of Indians into US
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2016 2:53 pm
  • Updated:June 4, 2016 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর আমেরিকার বিমান বন্দরে গিয়ে ‘রিজওয়ান’দের বলতে হবে না “মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট আ টেরোরিস্ট৷” কারণ এবার ভারতীয়দের জন্য আমেরিকায় প্রবেশের নিয়ম আরও শিথিল হতে চলেছে৷ সম্প্রতি ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হল নতুন গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম সম্পর্কিত মউ৷

নতুন এই চুক্তিতে আমেরিকার বেশ কয়েকটি নির্দিষ্ট বিমানবন্দরে ঝামেলাহীন প্রবেশাধিকার পাবেন ভারতীয়রা৷ অযথা বাড়তি নিরাপত্তার গ্যাঁড়াকলে তাঁদের পড়তে হবে না৷ অনেক কম সময়েই যাবতীয় অফিশিয়াল কাজকর্ম সেরে বিমানবন্দর থেকে বের হতে পারবেন ভারতীয়রা৷

Advertisement

বর্তমানে আমেরিকার ৪০টি বিমানবন্দর ও ১২টি প্রিক্লিয়ারেশন লোকেশনে গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম চালু রয়েছে৷ যাতে নথিভুক্ত রয়েছে মোট ১৮ লক্ষ যাত্রীর নাম এবং প্রতিমাসে প্রায় ৫০ হাজার মানুষ এই তালিকায় নাম লেখানোর জন্য আবেদন করেন৷ ভারত নবম দেশ, যার সঙ্গে এই মউ সই করল মার্কিন যুক্তরাষ্ট্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement