Advertisement
Advertisement

রবিবার সেইন্ট হচ্ছেন মাদার, প্রস্তুতি তুঙ্গে ভ্যাটিকানে

মাদারের সেইন্ট স্বীকৃতির লগ্ন থেকে বঞ্চিত হবেন না কলকাতাবাসীও৷

Mother Teresa to be a proclaimed saint on Sunday at the Vatican City
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 3:13 pm
  • Updated:June 22, 2022 2:41 pm  

কিংশুক প্রামাণিক, রোম: রাত পোহালেই ‘মাদার’ থেকে ‘সন্ত’ হচ্ছেন টেরিজা৷ দেশ-বিদেশ থেকে লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই জমায়েত হয়েছেন ভ্যাটিকান সিটিতে৷ বিশেষ আমন্ত্রণে কলকাতা থেকে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ যে কলকাতায় নিজের কর্মকাণ্ডের জন্য টেরিজা আজ সেইন্ট হচ্ছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাদারের এই সম্মানকে কলকাতার স্বীকৃতি বলেই মনে করছেন৷

প্রায় ১৪ ঘণ্টার বিমানযাত্রা করে রোমে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ এখানকার টিবার নদীর তীরে গ্র্যান্ড মালিয়া হোটেলের উঠেছেন তিনি৷ একই হোটেলে রয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও৷ দু’জনের মধ্যে সৌজন্য সাক্ষাৎও হয়েছে৷ রবিবারের অনুষ্ঠানে সুষমা-মমতা ছাড়াও বিশেষ আমন্ত্রণে ভ্যাটিকানে এসেছেন গোয়ার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি-সহ বিশিষ্টরা৷

Advertisement

ইতিমধ্যেই সেজে উঠেছে ভ্যাটিকান৷ শহর দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী৷ ঐতিহ্যশালী শহরের সঙ্গে কলকাতার পথঘাটের অনেক মিল৷ আর মাত্র কয়েক ঘণ্টার প্রতীক্ষা৷ তারপরই সেই ইন্দ্রক্ষণ৷ রবিবার ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মাদারকে ‘সেইন্ট’ স্বীকৃতি দেওয়া হবে৷ তখন ভারতে দুপুর৷ ঘণ্টা দুয়েকের অনুষ্ঠান৷ পোপ বিশেষ প্রার্থনা করবেন৷ পোপের সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ মাদারের সেন্টহুড প্রাপ্তির মুহূর্তে ফিরে আসছে তাঁর ছেলেবেলার থেকে শুরু করে কর্মযজ্ঞের নানান কাহিনী৷ ভ্যাটিকানের মানুষের মুখে মুখে ফিরছে মাদারের ত্যাগ-পরিশ্রম ও মানব সেবায় নিজেকে আত্মত্যাগের নানান ঘটনা৷ এদিকে, শনিবার বিকেলে ভারতীয় দূতাবাসে একটি অনুষ্ঠান রয়েছে৷

মাদারের সেইন্ট স্বীকৃতির লগ্ন থেকে বঞ্চিত হবেন না কলকাতাবাসীও৷ কারণ রবিবার সকাল সাড়ে দশটায় মাদার হাউসের বাইরে কলকাতা পুরসভার তরফে একটি অনুষ্ঠান হবে৷ বাইরে জায়েন্ট স্ক্রিনে ভ্যাটিকানের অনুষ্ঠান সরাসরি দেখানো হবে৷ এদিকে, মাদার টেরিজার জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে বাংলার পর্যটন বিভাগ৷

রাজ্যের যে সব স্থানের সঙ্গে মাদার যুক্ত ছিলেন, সেখানে পর্যটন সার্কিট করার পরিকল্পনা রয়েছে। পর্যটকরা আগে থেকে এই জায়গাগুলি বুকিং করতে পারবেন। কলকাতার মাদার হাউস, এলিয়ট রোডের কনভেন্ট, দার্জিলিংয়ের গির্জা-সহ ৪০টি জায়গা এই সার্কিটের অন্তর্ভুক্ত করা হবে। পর্যটনমন্ত্রী গৌতম দেবের আশা, রবিবারের সন্ত অনুষ্ঠানের পর, রাজ্যে বিদেশি পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement