Advertisement
Advertisement

শিশুকে ভুলে বিমানবন্দরে ফেলে রেখেই চলে গেলেন মা!

কী হল ওই শিশুটির?

Mother forgets baby at airport
Published by: Sayani Sen
  • Posted:March 13, 2019 1:49 pm
  • Updated:March 13, 2019 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিখ্যাত হলিউডি ছবি হোম অ্যালোন-এর বাস্তব প্রতিচ্ছবি দেখতে পেলেন সৌদি আরবের বিমানযাত্রীরা। নয়ের দশকের সাড়া জাগানো ছবিতে, ভুল করে শিশুকে বাড়িতে একা রেখে বিমানে চেপে পড়েছিলেন বাবা, মা। বিমানে বসার পর মনে পড়েছিল, যৌথ পরিবারের সদস্যদের ভিড়ে বাদ পড়ে যায় ৮ বছরের কেভিন ম্যাকাউল কালকিন। সৌদি দেশে এবার ঘটল প্রায় একই ঘটনা।

[অনিচ্ছা, সন্তানদের চাপে ২০ বছর পর মায়ের কাছে ফিরল মেয়ে]

বিমানবন্দরে সদ্যোজাত শিশুকে ফেলে রেখে আসায় বিমানে হইচই শুরু করেন এক সৌদি মহিলা। গোটা ঘটনার জেরে টেক অফের পরই জেড্ডা বিমানবন্দরে ফিরতে বাধ্য হয় এসভি-৮৩২ যাত্রীবাহী বিমানটি। বিমানের এক মহিলা যাত্রীর হঠাৎ মনে পড়ে, বিমানবন্দরের লাউঞ্জেই কোলের শিশুকে ফেলে রেখে এসেছেন তিনি। ফ্লাইট ক্রু মারফত তা পাইলট পর্যন্ত পৌঁছয়। যোগাযোগ করা হয় বিমানবন্দর এটিসি’র সঙ্গে। সবুজ সংকেত পাওয়ার পরই বিমান ঘুরিয়ে নিয়ে যান পাইলট। ততক্ষণে ওই মহিলার শিশুকে উদ্ধার করেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। মহিলা জেড্ডা পৌঁছনোর পর, তাঁর হাতে শিশুকে তুলে দেওয়া হয়।

Advertisement

[মুক্তি পেলেন একনায়ক কিম জং উনের ভাইয়ের ‘হত্যাকারী’]

গোটা ঘটনা নিয়ে এক এয়ার ট্র‌্যাফিক কন্ট্রোলের আধিকারিক বলেন, ‘আমাদের জন্য এই অভিজ্ঞতা প্রথমবার ছিল। মায়ের কাছে শিশু ফেরাতে পেরে আমরা খুশি।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement