Advertisement
Advertisement

নাবালিকাকে একাধিক পুরুষের যৌন লালসার পণ্য করল মা

মা তাকে জোর করে মাদক সেবন করাতেন এবং যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করতেন৷

Mother facilitates rape on her daughter

ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 1:40 pm
  • Updated:September 3, 2016 1:40 pm  

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের গোল্ড কোস্ট শহরে এক বালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তার মায়ের বিরুদ্ধে৷ পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে, যে এই মহিলা তার ৯ বছরের মেয়েকে বেঁধে, তাকে প্লে বয়ের পোশাক পরিয়ে তার বন্ধুদের দিয়ে বালিকাকে ধর্ষণ করার জন্য প্ররোচনা দিয়েছে৷

Advertisement

অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে৷ ২০১৪ সালের মে মাস থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত মেয়েটিকে একই ভাবে নির্যাতন করা হয়েছে৷ বিভিন্ন বন্ধুকে দিয়ে তার মা এই কাজ করিয়েছে বলেই জানা যায়৷ মেয়েটির বয়ান অনুযায়ী, তার মা তাকে জোর করে মাদক সেবন করাতেন এবং যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করতেন৷ মেয়েটি আরও জানায়, যে একদিন ঘুম থেকে উঠে সে দেখে তাকে অদ্ভূত পোশাক পরানো হয়েছে এবং তারপর তাকে একজন ব্যক্তির সঙ্গে মুখমেহন করতে নির্দেশ দেওয়া হয়৷ মেয়েটি আরও একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জানায়, একদিন তাকে গ্যারাজে নিয়ে গিয়ে একাধিক পুরুষ যৌন হেনস্থা করেছে এবং সে প্রতিবাদ করতে চাইলেই তাদের মধ্যে একজন ব্যক্তি তাকে গুলি করে খুন করার হুমকিও দিয়েছে৷ ওই নাবালিকার আরও অভিযোগ, যে তার মাও তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন এমনকি ওই মহিলা আরও দুই পুরুষ কে নিয়ে ‘থ্রি-সাম’ও করেছেন এই নাবালিকার সামনে৷

এই পুরো ঘটনাটি সামনে আসে যখন ওই নাবালিকা তার মনস্তত্ববিদের কাছে এই সব ঘটনা স্বীকার করে৷ আগামী বুধবার এই ঘটনার শুনানি সেইদিন অভিযুক্ত মহিলা জামিনের জন্য আবেদন করবেন বলে জানা যায়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement