Advertisement
Advertisement
Mecca

প্রায় ৫২ ডিগ্রি! ‘অগ্নিকুণ্ড’ মক্কায় দাবদাহের বলি ৫৫০ হজযাত্রী

মাস খানেক আগে অকাল বন্যায় ভেসে গিয়েছিল আরবের প্রবিত্র ভূমি মক্কা, মদিনা। এবার তীব্র গরমে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। পরিস্থিতি এতটাই খারাপ যে মর্গে মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না।

More than 550 Pilgrims who reached Mecca for Hajj died due to heatwave
Published by: Amit Kumar Das
  • Posted:June 19, 2024 10:12 am
  • Updated:June 19, 2024 11:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস খানেক আগে অকাল বন্যায় ভেসে গিয়েছিল আরবের প্রবিত্র ভূমি মক্কা, মদিনা। এবার তীব্র গরমে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রায় ৫২ ডিগ্রির ভয়ংকর গরমে হজ যাত্রায় গিয়ে সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৫৫০ জন পুণ্যার্থীর। পরিস্থিতি এতটাই খারাপ যে মর্গে মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না। ছড়াচ্ছে দুর্গন্ধ।

আরবের শীর্ষ দুই রাজনৈতিক নেতা মঙ্গলবার সংবাদ সংস্থা এএফপিকে জানান, মৃত ৫৫০ পুণ্যার্থীর মধ্যে বেশিরভাগই মিশরের। হজে এসে গরমের কারণে অসুস্থ হয়ে মিশরের কমপক্ষে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পদপিষ্ট হয়েও মিশরের এক নাগরিকের মৃত্যু হয়। পাশাপাশি জর্ডনের অন্তত ৬০ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখানকার সবচেয়ে বড় মর্গ আল মুয়াইজেম। মৃতদেহের ভিড়ে তা কার্যত ভরে গিয়েছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও গুরুতর আকার নিতে শুরু করেছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। গরমের পাশাপাশি আরও একাধিক কারণে মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫৭৭-এ।

Advertisement

[আরও পড়ুন: ফের প্রকাশ্যে কানাডার খালিস্তান প্রেম, জঙ্গি নিজ্জরের জন্য নীরবতা পালন সংসদে!]

সৌদির জাতীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ চত্বরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি এতটাই খারাপ আকার নেয় যে ওইদিন ২ হাজারের বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত বছর বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ২৪০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল মক্কায় এসে। এবার সেটাই আরও ভয়াবহ আকার নিল। এ বছর ১৮ লক্ষ মানুষ হজ যাত্রায় অংশ নিয়েছেন, যার মধ্যে ১৬ লক্ষ ভিনদেশ থেকে আসা অতিথি।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত ‘কলকাতার নগ্ন পায়ের ইতিহাসবিদ’ পি টি নায়ার]

উল্লেখ্য, মুসলিম সম্প্রদায়ের ৫ স্তম্ভের অন্যতম হল হজ। প্রতিটি মুসলিম জীবনে অন্তত একবার হজ যাত্রার যেতে আগ্রহী থাকেন। যার ফলে প্রতি বছর কোটি কোটি মানুষের ভিড় জমে প্রবিত্র শহর মক্কায়। একে গরমের দেশ আরব। তার উপর গত কয়েক বছরে এখানকার খামখেয়ালি আবহাওয়ায় চিন্তায় বিশেষজ্ঞরা। রিপোর্ট বলছে, প্রতি ১০ বছরে ০.৪ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ছে মক্কার। এবারের পরিস্থিতি আরও খারাপ। কার্যত রেকর্ড ভাঙা গরম পড়েছে এই বছর। প্রসঙ্গত মাস কয়েক আগে, নজিরবিহীনভাবে মক্কা ও মদিনায় ভয়াবহ বন্যা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ