Advertisement
Advertisement

ভিয়েতনামের সঙ্গে দৃঢ় আর্থিক সমঝোতা চান মোদি

ফলপ্রসূ জি-২০ সম্মেলনকেই পাখির চোখ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Modi wants a positive G-20 summit during his Vietnam tour
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 9:53 am
  • Updated:September 3, 2016 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রস্তাব-পরামর্শ কিংবা পরিকল্পনা নয়৷ বরং এক ফলপ্রসূ জি-২০ সম্মেলনকেই পাখির চোখ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

শুক্রবার সন্ধ্যায় ভিয়েতনামে পৌঁছন মোদি৷ শনিবার তাঁর চিনে উড়ে যাওয়ার কথা৷ রবিবার চিনের হ্যাংঝৌ শহরে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন৷ সেখানেই সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে কর দুর্নীতি প্রতিরোধ, এমনকী বাজারে অত্যাবশকীয় ওষুধের উপস্থিতি সহজলভ্য করা প্রভৃতি নানা গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক মঞ্চে উত্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি এই সব নিয়ে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনাতেও যোগ দিতে চলেছেন তিনি৷ তবে তার আগে মোদির বার্তা, আসন্ন জি-২০ সম্মেলন থেকে শুধু আশ্বাস বা পরিকল্পনা নয়, বরং সব বিষয়ে সুনির্দিষ্ট ফলাফলের আশা করছেন তিনি৷ তিনি বলেছেন, “স্থায়ী এবং সুসংহত অর্থনৈতিক বিকাশের পথে বিশ্ব অর্থনীতিকে পরিচালিত করতে আমরা আলোচনায় বসব৷ তবে একই সঙ্গে জি-২০ সম্মেলনের মতো আন্তর্জাতিক মঞ্চে যাবতীয় সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত চ্যালেঞ্জ মোকাবিলা করার পথ খুঁজে বের করাও আমাদের নজরে থাকবে৷ বিশ্বজুড়ে বসবাসকারী মানুষের, বিশেষত উন্নয়নশীল দেশের বাসিন্দাদের সামাজিক ও আর্থিক দশার উন্নতিতে যা যা করণীয়, তা নিয়ে উদ্যোগ নিতে সম্মেলনে গঠনাত্মক আলোচনায় অংশ নেবে ভারত৷”

Advertisement

৩-৫ সেপ্টেম্বর চলবে সম্মেলন৷ ভিয়েতনামে পা রাখার পর ফেসবুক-বার্তায় মোদি বলেছেন, ‘‘আজ সন্ধ্যায় ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছলাম৷ এই সফর ভারত এবং ভিয়েতনাম–দুই দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর ফলে দু’দেশের দ্বিপাক্ষিক বন্ধন মজবুত হবে৷ ভিয়েতনামের সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক স্থাপনে আমরা আগ্রহী কারণ এর ফলে দু’দেশের মানুষেরই উপকার হবে৷ এই সফরে মানুষের সঙ্গে মানুষের যোগসূত্র গড়ে তোলাই আমার লক্ষ্য৷” ভিয়েতনাম সফরে শুক্রবার সেদেশের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুকের সঙ্গে বৈঠকে অংশ নেন মোদি৷ দেখা করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান দাই কোয়াং, কমিউনিস্ট পার্টির সাধারণ সচিব  নগুয়েন ফু ট্রোং এবং ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারপার্সন নগুয়েন থি কিম গানের সঙ্গেও৷ ভিয়েতনামবাসীকে তাঁদের জাতীয় দিবসের শুভেচ্ছা জানান মোদি৷ একইসঙ্গে শ্রদ্ধা জানান ভিয়েতনামের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী হো চি মিনের উদ্দেশ্যেও৷ ভিয়েতনামের জাতীয় নেতা এবং শহিদদের স্মরণে নির্মিত স্মারকে পুষ্পস্তবক রাখেন মোদি৷ ঘুরে দেখেন কুয়ান সু প্যাগোডাও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement