সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা ‘লৌহ পুরুষ’ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি অনন্য শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ত্রি-দেশীয় সফরের দ্বিতীয় দিনে উগান্ডায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে সর্দার প্যাটেলের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী মোদি ও উগান্ডার প্রেসিডেন্ট ওয়েরি মুসেভেনি৷ উগান্ডার অর্থনীতিকে মজবুত করার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান দুই রাষ্ট্রপ্রধান৷ পাশাপাশি, প্রথম প্রধানমন্ত্রী হিসাবে সেদেশের সংসদে ভাষণ দেন মোদি৷
PM @narendramodi address at the Ugandan Parliament: I am deeply honoured by the invitation to address this august House. This honour has come to a Prime Minister of India for the first time. It is a great honour for the one point two five billion people of India. pic.twitter.com/loz58cNnvt
— Raveesh Kumar (@MEAIndia) July 25, 2018
সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির সামনে মাথানত অবস্থায় প্রধানমন্ত্রীর ছবি বুধবার টুইট করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার৷ জানা গিয়েছে, উগান্ডায় বসবাসকারী ভারতীয়দের সামনে প্রায় ত্রিশ মিনিট বক্তৃতা দেন প্রধানমন্ত্রী মোদি৷ প্রথম থেকেই তুলে ধরেন, দু’দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক মেলবন্ধনে এই সমস্ত প্রবাসীদের গুরুত্বকে৷ বলেন, ভারত-উগান্ডার সম্পর্ক আরও দৃঢ় করতে তাঁদের গুরুত্ব অপরিসীম৷ একই ভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান উগান্ডার প্রধানমন্ত্রী ওয়েরি মুসেভেনি৷ তিনিও স্বীকার করে নেন, সেদেশে বসবাসকারী ভারতীয়দের কর্মঠ স্বভাব ও স্বতঃস্ফূর্ত যোগদানের জন্যই দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে৷
Saluting the ‘Loh Purush’! PM @narendramodi and Ugandan President Museveni unveil the bust of Sardar Vallabhbhai Patel at the Indian community reception. pic.twitter.com/KvUIppktGe
— Raveesh Kumar (@MEAIndia) July 24, 2018
এছাড়া উগান্ডার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে India Uganda Business Forum-এ যোগ দেন প্রধানমন্ত্রী মোদি ও সেদেশের রাষ্ট্রপতি ওয়েরি মুসেভেনি৷ প্রথম প্রধানমন্ত্রী হিসাবে সেদেশের পার্লামেন্টে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি৷ বলেন, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন ও বাণিজ্যের অগ্রগতিতে উগান্ডাকে সবরকমের সাহায্য করতে প্রস্তুত ভারত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.