Advertisement
Advertisement

মিসাইল হানা ইজরায়েলের? মধ্যরাতে সিরিয়ার বায়ুসেনা ঘাঁটিতে ফের বিস্ফোরণ

দেখুন সেই ভিডিও৷

Missile attack reported at Damascus military air base
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 2, 2018 12:57 pm
  • Updated:September 2, 2018 8:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ফের বিস্ফোরণ৷ রবিবার মধ্যরাতে রাজধানী দামাস্কারের অদূরে বায়ুসেনার ঘাঁটিতে বিস্ফোরণের ঘটেছে৷ বেশ কয়েকজনের মারা গিয়েছেন বলে জানা দিয়েছে৷ সিরিয়ার সংবাদমাধ্যমের একাংশের দাবি, সেদেশের বায়ুসেনা ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল৷ যদিও এই তত্ত্ব খারিজ করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী৷ তাদের দাবি, মিসাইল হামলা নয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে বায়ুসেনার ঘাঁটিতে৷

[ধর্ষণের জন্য দায়ী মহিলাদের সৌন্দর্য! কুরুচিকর মন্তব্যে বিতর্কে ফিলিপিনো প্রেসিডেন্ট]

Advertisement

সিরিয়ায় ইজরায়েলের মিসাইল হানা নতুন নয়৷ বস্তত, শনিবার মধ্যরাতে যে বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণ ঘটে, সেই বায়ুসেনা ঘাঁটিতেও ইজরায়েল মিসাইল হামলা চালিয়েছে বলে খবর৷ দিন কয়েক আগে সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইজরায়েলের সঙ্গে আলোচনায় বসেছিলেন মার্কিন বিদেশ দপ্তরের আধিকারিকরা৷ বৈঠকে হয়েছিল জেরুজালেমে৷ এই পরিস্থিতিতে ফের বিস্ফোরণ ঘটল সিরিয়ার বায়ুসেনা ঘাঁটিতে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার মধ্যরাতে রাজধানী দামাস্কাসের অদূরে বায়ুসেনার ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ বেশ কয়েকটি ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সিরিয়ান অবজার্ভাটেরি অফ হিউম্যান রাইটসের প্রধান আবদুল রহমান জানিয়েছেন, বায়ুসেনা ঘাঁটি অস্ত্রাগারে মিসাইল হামলা চালায় ইজরায়েল৷ বিস্ফোরণের বেশ কয়েকজন মারাও গিয়েছেন৷ এমনকী, বায়ুসেনার ব়্যাডারেও নাকি ইসরায়েলের মিসাইলের ছবি ধরা পড়েছে৷

যদিও বায়ুসেনার ঘাঁটিতে মিসাইল আক্রমণের কথা অস্বীকার করেছে সিরিয়ার সেনা৷ সেনার দাবি, মিসাইল হানা নয়, বায়ুসেনা ঘাঁটির অস্ত্রাগারে শর্ট সার্কিটের কারণেই বিস্ফোরণ ঘটেছে৷ এদিকে আবার এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এটেছে ইজরায়েল৷ বুধবার অবশ্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, ইরান ও সিরিয়ার বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালিয়ে যাবে ইজরায়েল৷ সেক্ষেত্রে দামাস্কাসের বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ইজরায়েল যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

দেখুন ভিডিও:

 

[ চরমে সংঘাত! বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে নাম প্রত্যাহারের হুমকি ট্রাম্পের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement