সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়াতি চক্রের খপ্পরে পড়ে কোটি কোটি টাকা উবে যাওয়া নতুন কিছু ব্যাপার নয়। কিন্তু মানুষের বদলে যদি সাপ নিয়ে নেয় টাকা, তাহলে কী বলবেন? ঘটনা শুনে অবিশ্বাস্য মনে হলেও এমনই অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন নাইজেরিয়ার শিক্ষা দপ্তরের এক কেরানি। পরীক্ষার ফি বাবদ মোটা অঙ্কের অর্থ জমা পড়েছিল দপ্তরের অফিসে। সেই অফিসের কেরানির দায়িত্বে ছিলেন ওই মহিলা। চুরি যাওয়া অর্থের পরিমাণ এক লক্ষ মার্কিন ডলার। মহিলার অভিযোগ, তিনি বা অন্য কেউ নন। টাকাটা আত্মসাৎ করেছে একটা সাপ। এরপরেই মহিলাকে তাঁর পদ থেকে সাসপেন্ড হতে হয়।
Thanks @Forbes for the honour. But next time let me stand in front of the monkey for the photo shoot.
Cheers.
Hissssssssssss pic.twitter.com/cA5KcBJdvs
— The Nigerian Snake (@NigeriaSnake) February 23, 2018
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে যায়। নেটিজেনরা দায়িত্ব নিয়ে সাপের ছবি পোস্ট করে ওই মহিলাকে ট্রোলড করে। এরপরেই আসরে নামে শিক্ষা দপ্তর। কেরানির বিরুদ্ধে প্রথামাফিক তদন্ত শুরু হয়। তারপরই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে নেটিজেনদের হাসির খোরাক এখানেই শেষ হয়নি। মাত্র সপ্তাহ খানেক আগেই নাইজেরিয়ার খামারবাড়ি থেকে ১ লক্ষ ৯৪ হাজার ৬০০ মার্কিন ডলার। খামারবাড়ি থেকে কে বা কারা টাকাটা চুরি করল তার হদিশ পায়নি পুলিশ। কেউই কাউকে দোষারোপ করতে পারছে না। একইভাবে অভিযোগ করাও সম্ভব হচ্ছে না। কেন না টাকা যে নিয়েছে তার কোনওরকম প্রমাণ কিন্তু অভিযোগকারীদের হাতে নেই। কিন্তু টাকাটা চুরি গিয়েছে এটা সত্যি। কোনওভাবে সমাধান সূত্র খুঁজে না পেয়ে বাঁদরকেই অভিযুক্ত ঠাওরান সেখানকার এক সেনেটর। তিনি বলেন, প্রায় দুলক্ষ ডলার হজম করেছে খামার বাড়িতে ফসল খেতে আসা বাঁদরের দল।
Most Influential person in our “Animal Kingdom” rn?
RT for Senate Monkey
FAV for JAMB Snake pic.twitter.com/3dlaV6usWu— Omoniyi Israel (@omoissy) February 21, 2018
পর পর ডলার হাতানোর দোষারোপ পড়ল সাপ ও বাঁদরের ঘাড়ে। এটা কি মেনে নেওয়া যায়। সমালোচনায় মুখর হল নেটিজেনরা। ফেসবুক টুইটারে এক একজন নেটিজেন নিজেকেই অভিযুক্ত বাঁদর বা সাপ হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লাগে। একটাই দাবি, সাপের জিভ দিয়ে টেনে নিয়েছি ডলার। বাঁদর হয়ে ফসল খাওয়ার বদলে ডলারই গিলে নিয়েছি। এরপরেই ট্রোলড হয় নাইজেরিয়ার সেই সেনটর ও সাসপেন্ড কেরানি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.