Advertisement
Advertisement

Breaking News

বাংলাদেশে দু’দফা ভূমিকম্প

চট্টগ্রাম-সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ও মৃদু- দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে।

Mild tremor jolts Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 26, 2016 6:03 pm
  • Updated:October 26, 2016 6:03 pm  

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: মাত্র চার ঘণ্টার ব্যবধানে বুধবার চট্টগ্রাম-সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ও মৃদু- দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে। এদিন সকাল সাড়ে ৮টা ও বেলা সাড়ে ১২টার দিকে দু’টি ভূকম্পন হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অবজারভেটরির ভারপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানিয়েছেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টায় রিখটার স্কেলে চার দশমিক সাত মাত্রার ভূমিকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৬০ কিলোমিটার পূর্বে ভারতের মিজোরামে। অধ্যাপক হুমায়ুন আরও জানান, ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। এর আগে সকালের ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৭ কিলোমিটার দূরে মায়ানমারে ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement