Advertisement
Advertisement

ফের মার্কিন নির্বাচনে রুশ হ্যাকারদের থাবা, প্রতিহত করল মাইক্রোসফট

অল্পের জন্য রক্ষা, বলছেন বিশেষজ্ঞরা৷

Microsoft foils hacking bids by Russia on US think tanks

অল্পের জন্য রক্ষা, বলছেন বিশেষজ্ঞরা৷

Published by: Tanujit Das
  • Posted:August 22, 2018 2:47 pm
  • Updated:August 22, 2018 2:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও মার্কিন নির্বাচনে কলকাঠি নাড়াল চেষ্টা করল রাশিয়া৷ যা প্রতিহত করল বিখ্যাত আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট৷ অল্পের জন্য রক্ষা পেল একদা রিপাবলিকানদের সমর্থনকারী দুটি গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট ও হাডসন ইন্সটিটিউটের ওয়েবসাইট৷ আগামী নভেম্বরে হতে চলা মার্কিন অন্তর্বর্তী নির্বাচনে কারচুপি করার উদ্দেশেই এই হ্যাকিংয়ের চেষ্টা৷ মঙ্গলবার এমনই বিবৃতি দিয়েছে মাইক্রোসফট৷

[‘শান্তির দূত’ সিধু, বন্ধুর পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন ইমরান]

Advertisement

জানা গিয়েছে, এর পিছনে রয়েছে ফ্যান্সি বিয়ার হ্যাকিং গ্রুপ নামে একটি সংগঠন৷ যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে রুশ মিলিটারি ইন্টেলিজেন্সের৷ হ্যাকিংয়ের উদ্দেশ্যে ছয়টি নয়া ওয়েবসাইট তৈরি করে হ্যাকাররা৷ এদের মধ্যে দুটি ওয়েবসাইট সঙ্গে হুবহু মিল রয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট ও হাডসন ইন্সটিটিউটের ওয়েবসাইটের সঙ্গে৷ ওয়েবসাইটগুলির মাধ্যমে ব্যবহারকারীদের নাম ও পাসওয়ার্ড চাওয়া হয়৷ গত সপ্তাহে বিষয়টি নজরে আসে মাইক্রোসফটের৷ এরপরই ওয়েবসাইটগুলির নিয়ন্ত্রণ নেয় মাইক্রোসফট৷ প্রতিহত করে রুশ হ্যাকিংয়ের চেষ্টা৷ আগামী নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত হতে চলেছে অন্তর্বর্তী নির্বাচন৷ সেই নির্বাচনে কলকাঠি নাড়ার উদ্দেশেই রাশিয়ান হ্যাকারদের এই পরিকল্পনা বলে অনুমান মার্কিন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের৷

[৫০ কোটিতে রাজকীয় বিমান! খদ্দের খুঁজছে কাতারের রাজপরিবার]

সূত্রের খবর, যে দুটো ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে সেগুলি একদা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিল। কিন্তু তারাই ট্রাম্পের সমালোচক৷ এই কারণেই হ্যাকিংয়ের মুখে পড়তে হয়েছে তাঁদের৷ এমনই অনুমান করা হচ্ছে৷ মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ফ্যান্সি বিয়ার নামের হ্যাকিং গ্রুপটিই ২০১৬-তে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের ওয়েবসাইট হ্যাক করে৷ তাঁর অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে৷ উল্লেখ্য, ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কলকাঠি নাড়ার বিষয়টি এখনও মার্কিন আদালতে বিচারাধীন৷ ষড়যন্ত্র করার অপরাধে ১২ জন রুশ গোয়েন্দা অফিসারকে চিহ্নিতও করেছে মার্কিন প্রশাসনের ডিপার্টমেন্ট অফ জাস্টিস৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ডেমোক্র্যাটদের গোপন তথ্য পাচার করার এবং হ্যাকিংয়ের মাধ্যমে তাঁদের সাইট থেকে তথ্য চুরি করে নির্বাচনকে ভুল পথে চালিত করার৷ যা বরাবরই অস্বীকার করে এসেছে রাশিয়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement