Advertisement
Advertisement

Breaking News

Mia Khalifa

হামাসকে সমর্থন মিয়া খলিফার! তেড়ে এলেন ইহুদি মহিলা, তার পর…

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

Mia Khalifa's fight with Jewish woman goes viral। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 17, 2024 2:15 pm
  • Updated:January 17, 2024 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ইহুদি মহিলার সঙ্গে বিবাদে জড়ালেন প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা (Mia Khalifa)। প্রসঙ্গ হামাস-ইজরায়েল সংঘর্ষ (Hamas-Israel)। ভিডিওটি ভাইরালও হয়ে গিয়েছে। কিন্তু কী এমন ঘটল যে বচসা শুরু হল?

৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। সেই হামলায় প্রাণ হারিয়েছিল প্রায় ১ হাজার ৪০০ মানুষ। আর এর পরই মুখ খুলেছিলেন মিয়া। আর সেই হামলার সমর্থনে পালটা আক্রমণ করে তেল আভিভ। কিন্তু এই পরিস্থিতিতে হামাসকে সমর্থন করেছিলেন মিয়া। নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘আপনি যদি প্যালেস্তাইনের পরিস্থিতির দিকে দেখেন এবং প্যালেস্তিনীয়দের পক্ষ না নেন তাহলে আপনি জাতিবিদ্বেষের ভুল প্রান্তে রয়েছেন এবং ইতিহাস তা দেখিয়ে দেবে।’

Advertisement

[আরও পড়ুন: রেশন দুর্নীতির টাকা সোনা পাচারে? এবার ইডির নজরে শংকরের আত্মীয়]

আর এই পোস্টের পরই বিতর্কে জড়ালেন প্রাক্তন পর্ন তারকা। সেই বিতর্কের রেশ যে একই রয়েছে এবং ইহুদিদের যে মিয়ার প্রতি বিদ্বেষ বাড়ছে, তেমনটাই দাবি মিয়ার। ঠিক কী হয়েছিল? ভিডিওটি পোস্ট করে তিনি জানিয়েছেন, বিমানবন্দরের লবিতে তাঁকে এক মহিলা অনুসরণ করছিলেন। তার পরই তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয় মিয়ার। ৪৩ সেকেন্ডের ক্লিপে মহিলাকে বলতে শোনা গিয়েছে, ”অ্যাম ইজরায়েল চাই।” এই বাক্যটি ইহুদিদের সমর্থনে বলে থাকেন ইজরায়েলের সমর্থকরা। বার বার তাঁকে এই কথাটি বলতে শোনা যায়। জবাবে মিয়া জানতে চান, ”আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন?” কিন্তু মহিলা সেই প্রশ্নের জবাবেও ওই কথাই বলতে থাকেন। এর পর মিয়া তাঁকে কটাক্ষ করে বলেন, ”আপনার গা থেকে পচা গন্ধ বেরচ্ছে।”

ভাইরাল হয়েছে ভিডিওটি। বহু নেটিজেন পাশে দাঁড়িয়েছেন মিয়া খলিফার। আবার তাঁর বিরোধিতাও করেছেন অনেকে। উল্লেখ্য, অতীতেও নানা স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়াতে দেখা গিয়েছে প্রাক্তন পর্ন তারকাকে।

[আরও পড়ুন: উধাও হবে শীত!ফের বাড়বে তাপমাত্রা, বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement