Advertisement
Advertisement

Breaking News

ক্যালেন্ডারের মোড়কে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন মিয়া খালিফা, ভাইরাল ভিডিও

নেটিজেনদের রাতের ঘুম কাড়তে ফের স্বমহিমায় লাস্যময়ী৷

Mia Khalifa’s 2019 Calendar
Published by: Tanujit Das
  • Posted:January 21, 2019 8:24 pm
  • Updated:January 21, 2019 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সেলেব্রিটিদের হট ছবি সবসময়ই ফ্যানদের হরমোন ক্ষরণের গতি বাড়িয়ে দেয়। আর নামটা যদি হয় মিয়া খালিফা৷ তবে যে কতজনের রাতের ঘুম উড়ে যায়, তার হিসাব রাখা মুশকিল৷ গত বছরই পর্ন ইন্ডাস্ট্রিকে বাই বাই! জানিয়েছেন মিয়া৷ তবে আগের মতোই এখনও ইন্টারনেট সেনসেশন তিনি৷ লাস্যময়ী মিয়ার নাগাল পেতে এখনও রাতের পর রাত জাগতে রাজি নেটিজেনরা৷ এটা ভাল করে জানেন খোদ মিয়াও৷ তাই তো নতুন বছরে অনুরাগীদের হতাশ করলেন না তিনি৷ দিলেন সুখবর৷ ২০১৯-এর শুরুতেই মুক্তি পেল একদা পর্নস্টার মিয়া খালিফার প্রথম ক্যালেন্ডার৷ ইতিমধ্যে ইনস্টাগ্রামে যার ঘোষণা করেছেন মিয়া৷ ফ্যানদের আবেদন জানিয়েছেন আরও একবার তাঁর উষ্ণতা পেতে, দ্রুত এই ক্যালেন্ডার কিনে ফেলার৷

[ইরানি সেনার উপর হামলা ইজরায়েলের, ঘনাল যুদ্ধের মেঘ ]

Advertisement

Mia Khalifa

পর্ন দুনিয়াকে বিদায় জানিয়ে বর্তমানে ওয়েবক্যাম মডেল হিসাবে কাজ করছেন মিয়া খালিফা৷ আর ফ্লোরিডার মায়ামিতে বয়ফ্রেন্ড রবার্টের সঙ্গে সুখে জীবন কাটাচ্ছেন তিনি৷ সূত্রের খবর, চলতি বছরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জনে৷ ইনস্টাগ্রামে বেশ অ্যাক্টিভ পর্নহাবের প্রাক্তন এই অ্যাডাল্ট স্টার৷ সেখানে বয়ফ্রেন্ডের সঙ্গে টক-ঝাল-মিষ্টি সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটান তিনি৷ কখনও ঝগড়া করেন, কখনও আবার ভালবাসার অতল সাগরে গা ভাসান দু’জনে৷ দেখেই বোঝা যায় মোটামুটি সুখেই দিন কাটাচ্ছেন তাঁরা।

[মেক্সিকোর গ্যাসের পাইপে বিস্ফোরণ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা]

কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে থাকলেও ফ্যানদের ভুলে যাননি লাস্যময়ী মিয়া৷ ভাল করেই জানেন তাঁর শরীরি বিভঙ্গে এখনও বুঁদ হয়ে রয়েছে আপামোর নেট দুনিয়া৷ হট অবতারে তাঁকে দেখার জন্য এখনও মোটা অংকের মূল্য চোকাতে রাজি একাংশ৷ তাই তো ২০১৯-এর শুরুতেই নিজের ‘সেক্সিনেস’কে আবারও ইন্টারনেটে ছড়িয়ে দিলেন তিনি৷ ফ্যানদের কামনার তৃষ্ণা মেটাতে নিয়ে এলেন ‘মিয়া খালিফা ক্যালেন্ডার’৷ অনুরাগীদের সুবিধার্থে তিনি জানিয়েছেন, Patreon নামক একটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে তাঁর এই ক্যালেন্ডার৷ ওই ওয়েবসাইটের সদস্যরা ছাড়াও, যে কেউ এটি কিনতে পারবে৷ বিনিময়ে দিতে হবে সামান্য কিছু মূল্য৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

We’re almost sold out!!!! Link in my bio to order my first ever calendar!!! Patreon members get an exclusive discount because I love y’all ♥️

A post shared by Mia K. (@miakhalifa) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement