Advertisement
Advertisement

Breaking News

Passport

স্পেনের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, ভারত কত নম্বরে? খরচ বেশি কোথায়?

পাসপোর্ট তৈরিতে সবচেয়ে কম খরচ হয় কোন দেশে?

Mexico has the most expensive passport in the world
Published by: Kishore Ghosh
  • Posted:November 23, 2024 3:29 pm
  • Updated:November 23, 2024 9:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাসপোর্ট যেমন ভিনদেশে পাড়ি দেওয়ার অন্যতম ছাড়পত্র, তেমনই সবচেয়ে নির্ভরযোগ্য নাগরিক পরিচয়পত্রও বটে। এককালে ভারতে পাসপোর্ট তৈরিতে অনেকটা সময় লাগত। এখন জটিলতা আগের তুলনায় কমেছে। তবে পাসপোর্ট তৈরিতে টাকাও খসে। কোথাও বেশি, কোথাও কিছুটা কম। জানেন কি পাসপোর্ট তৈরিতে কোন দেশে সবচেয়ে বেশি খরচ হয়? সেই দেশ কি আমেরিকা না ইংল্যান্ডে?

বিভিন্ন দেশে পাসপোর্টের খরচ বিভিন্ন রকমের। ২০২৪-এর তথ্য বলছে— খরচ হতে পারে ১,৫০০ থেকে ১৯,০০০ টাকা অবধি। সবচাইতে কম খরচে পাসপোর্ট তৈরি করা যায় আরব আমিরশাহীতে। ভারতীয় মুদ্রায় মাত্র ১,৪০০ টাকা খরচ পড়ে। এপ্রিল, ২০২৪-এর তথ্য অনুযায়ী, ভারতে ১০ বছর অবধি কার্যকর পাসপোর্ট তৈরিতে খরচ পড়ে ১, ৫২৪ টাকা। আমিরশাহীর পরে দ্বিতীয় সর্বনিম্ন।

Advertisement

খরচ বেশি পড়ে ইউরোপের হাঙ্গেরি এবং স্পেনে, অন্যদিকে আফ্রিকা মহাদেশের কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকাতেও পাসপোর্ট তৈরিতে খরচ যথেষ্ট বেশি। প্রতি বছরের খরচ ধরলে ভারতীয় পাসপোর্ট যথেষ্ট লাভজনক। অন্যদিকে ৩০ বছর অথবা তার বেশি বয়সিদের জন্য স্পেনের যে পাসপোর্ট রয়েছে, সেটিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট বলে মনে করা হয়। কারণ ওই পাসপোর্টের জোরে বিশ্বের ১৯৪টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা সম্ভব।

বেসরকারি সংস্থা ‘হেনলে’-র দেশ ভিত্তিক শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত রয়েছে ৮২তম স্থানে। ভারতীয় পাসপোর্টের বলে বিশ্বের ৫৮ দেশে প্রবেশে ভিসার প্রয়োজন পড়ে না। তবে সবচেয়ে দামি পাসপোর্ট হল মেক্সিকোর। এই পাসপোর্ট তৈরি করতে খরচ পড়ে ১৯, ৪৮১ টাকা। পাসপোর্টের আয়ু ১০ বছর। পিছন পিছন রয়েছে অস্ট্রেলিয়া (খরচ হয় ১৯,০৪১ টাকা) এবং আমেরিকা (খরচ হয় ১৩,৮৬৮ টাকা)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement