Advertisement
Advertisement

Breaking News

Melania Trump

দূরত্ব অতীত! স্বামীর সঙ্গেই হোয়াইট হাউসে ফিরবেন, জানালেন মেলানিয়া ট্রাম্প

ট্রাম্পের প্রচার কিংবা আদালতে হাজিরার সময় দেখা যায়নি মেলানিয়াকে।

Melania Trump indicates she will mostly live in White House
Published by: Biswadip Dey
  • Posted:January 14, 2025 8:53 pm
  • Updated:January 14, 2025 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পের পাশে সেভাবে দেখা যায়নি তাঁকে। সে ভোটপ্রচার হোক কিংবা আদালতে হাজিরা। কিন্তু আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্প প্রবেশ করলে সেই সময় থেকে সেখানেই থাকবেন মেলানিয়া ট্রাম্প। তবে প্রয়োজন পড়লে নিউ ইয়র্ক কিংবা পাম বিচেও তিনি থাকবেন বলে জানিয়েছেন হবু ফার্স্ট লেডি।

গত বছরের শেষদিকে মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পরই ফের বর্ষীয়ান রিপাবলিকান নেতার পাশে দেখা যাচ্ছে মেলানিয়াকে। উল্লেখ্য, জয় নিশ্চিত হওয়ার পরেই ফ্লোরিডায় দলের সদস্য, সমর্থকদের জমায়েতে ভাষণ দেন ট্রাম্প। বক্তব্যের মাঝে স্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রীর লেখা বইয়ের প্রশংসা করে তাঁকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খান। তাঁর লড়াইয়ে সহধর্মিণীর ভূমিকার কথা উল্লেখ করেন। ভাবী ফার্স্ট লেডির মুখেও তখন ছিল লাজুক হাসি।

Advertisement

তবে মাস কয়েক আগে স্বামী ঘুষের বিনিময়ে যৌন সম্পর্ক গোপনের চেষ্টায় দোষী সাব্যস্ত হওয়ার পর মেলানিয়া দূরত্ব বাড়িয়েছিলেন। নির্বাচনী জনসভায় প্রাণঘাতী হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তখনও চুপ ছিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া। প্রশ্ন ওঠে, তাঁদের দাম্পত্য সম্পর্ক কি এতটাই তলানিতে যে এমন বিপদেও স্বামীর পাশে নেই স্ত্রী? পরে অবশ্য স্বামীর উপর হওয়া হামলা নিয়ে মুখ খোলেন তিনি। এদিকে ট্রাম্প বিজয়ী হওয়ার পর গ্রুপ ছবিতে মেলানিয়ার অনুপস্থিতি ফের দূরত্ব বাড়ানোর জল্পনা উসকে দিচ্ছিল। এবার মেলানিয়ার মন্তব্য থেকে পরিষ্কার, ক্ষমতার সঙ্গে সঙ্গে স্ত্রীর সাহচর্যও বোধহয় ফিরে পেতে চলেছেন ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement