Advertisement
Advertisement

Breaking News

Mehul Choksi

বারবার পার পেলেও শেষবার ব্যর্থ! বেলজিয়াম থেকে সুইজারল্যান্ড পালাতে গিয়েই গ্রেপ্তার চোকসি

'চোকসি বিচার থেকে পালাতে চান না', দাবি ঋণখেলাপি আইনজীবীর।

Mehul Choksi reportedly trying to flee to Switzerland before arrest

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 14, 2025 12:56 pm
  • Updated:April 14, 2025 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত থেকে অ্যান্টিগা-বারবুডা, সেখান থেকে ডমিনিকা, কিউবা-সফলভাবে ‘পালানো’র দীর্ঘ রেকর্ড রয়েছে মেহুল চোকসির। তাই বেলজিয়াম থেকে আবারও পালিয়ে সুইজারল্যান্ডে গা ঢাকা দিতে চেয়েছিলেন ঋণখেলাপি ব্যবসায়ী। তবে সেই চেষ্টা আর সফল হল না। পালানোর পথেই বেলজিয়াম পুলিশের হাতে ধরা পড়েছেন ১৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করা মেহুল চোকসি।

দিনকয়েক আগে জানা যায়, স্ত্রী প্রীতির সঙ্গে বেলজিয়ামে রয়েছেন মেহুল। তারপরেই পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণের জন্য কোমর বেঁধে নামে ভারত। শনিবার অবশেষে গ্রেপ্তার করা হয় ঋণখেলাপি হিরে ব্যবসায়ীকে। ২০১৮ এবং ২০২১ সালে মুম্বই আদালতের দুটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছে বেলজিয়ামের পুলিশ। আপাতত তিনি জেলে রয়েছেন। জানা গিয়েছে, সম্ভবত ভারতে প্রত্যর্পণ এড়াতেই বেলজিয়াম থেকে সুইজারল্যান্ডে পালানোর চেষ্টা করছিলেন মেহুল। চিকিৎসার জাল নথিপত্র দিয়েছিলেন বেলজিয়াম প্রশাসনকে। সেদেশ থেকে পালানোর চেষ্টা করতেই তিনি ধরা পড়েছেন বেলজিয়াম পুলিশের হাতে।

Advertisement

খুব তাড়াতাড়ি জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হবেন মেহুল, এমনটাই অনুমান করা যাচ্ছে। ৬৫ বছর বয়সি মেহুলের একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তার ভিত্তিতেই জামিন চাইতে পারেন তিনি। মেহুলের আইনজীবী বিজয় আগরওয়ালের কথায়, ভারতে প্রত্যর্পণের আর্জি এবং বেলজিয়ামে গ্রেপ্তারি-দুটোর বিরোধিতা করেই আদালতে যাবেন তাঁরা। বিজয় বলেন, “আমার মক্কেল বিচারপ্রক্রিয়া থেকে মোটেই পালাতে চান না। তিনি অত্যন্ত অসুস্থ। ক্যান্সারের চিকিৎসা চলছে তাঁর।” বিজয়ের মতে, রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে চোকসির বিরুদ্ধে।

প্রসঙ্গত, অবশেষে গত মাসে বেলজিয়াম সরকারের তরফে স্বীকার করা হয়, মেহুল চোকসি সেদেশেই রয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানায় তারা। শোনা যায়, চোকসির প্রত্যর্পণের জন্য বেলজিয়াম সরকারের কাছে অনুরোধও জানাবে ভারত। উল্লেখ্য, গত সপ্তাহেই ২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর রানার প্রত্যর্পণ সম্পন্ন করেছে ভারত। এবার কি দেশে ফেরানো যাবে ঋণখেলাপি মেহুল চোকসিকেও?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement