সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেহুল চোক্সি। একাই তিনি আত্মসাৎ করেছেন ১৩ হাজার ৫০০ কোটি টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বিপুল অর্থ প্রতারণা করার পর দেশ থেকে পালিয়ে গিয়েছেন ২০১৮ সালে। অবশেষে ‘সন্ধান’ মিলল সেই প্রতারকের। মূলত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সংক্রান্ত খবর প্রকাশ করা ‘অ্যাসোসিয়েটেড টাইমস’ নামের এক এক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, মেহুল চোক্সি এই মুহূর্তে রয়েছেন বেলজিয়ামে। আর তারপরই তাঁকে দেশে ফেরাতে পদক্ষেপ করেছে মোদি সরকার।
রিপোর্ট বলছে, চোক্সি নাকি রয়েছেন বেলজিয়ামের অ্যানটোয়ার্পে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী প্রীতি চোক্সি। জানা যাচ্ছে, তিনি সেদেশেরই নাগরিক। এদিকে সেদেশের ‘রেসিডেন্সি কার্ড’ জোগাড় করে আপাতত সেখানেই বহাল তবিয়তে ঋণখেলাপী চোক্সিও। তবে এখনও ভারতের তরফে এই রিপোর্ট নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু রিপোর্টের দাবি, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে বেলজিয়াম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে চোক্সির প্রত্যর্পণের বিষয়ে।
প্রসঙ্গত, গুজরাটের এই হিরে ব্যবসায়ী ২০১৮ সালে দেশ ছেড়ে পালান। সেই সময় দেশ ছাড়েন আরেক ঋণখেলাপী তাঁরই ভাইপো নীরব মোদীও। পরে জানা যায়, চোক্সি আস্তানা গেড়েছেন দক্ষিণ আমেরিকার দ্বীপপুঞ্জে। রয়েছেন অ্যান্টিগা ও বারবুডায়। জানা যায়, অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে সেই দ্বীপেই নাকি আস্তানা গেড়েছেন মেহুল চোকসি।
এই ঘটনার প্রায় ১০ মাস পরে চোকসিকে লাল তালিকাভুক্ত করে ইন্টারপোল। তাঁকে ওয়ান্টেড তালিকা থেকে সরিয়ে দেয় ইন্টারপোল। ভারতে নিয়ে গেলে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আবেদন জানিয়েছিলেন চোকসি। সেই বিষয়টিও মেনে নেয় ইন্টারপোলের বিশেষ আদালত। পরে পলাতক হিরে ব্যবসায়ীর পক্ষে রায় দেয় অ্যান্টিগার আদালতও। জানিয়ে দেয়, দক্ষিণ আমেরিকা দ্বীপরাষ্ট্র থেকে জালিয়াতিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ীকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। ফলে সেবার দেশে ফেরানো যায়নি চোক্সিকে।
কিন্তু এবার কি বেলজিয়াম থেকে দেশে আনা যাবে তাঁকে? শোনা যাচ্ছে, চোক্সি নাকি আপ্রাণ চেষ্টা করছেন সেদেশেরও নাগরিকত্ব পেতে। স্ত্রীর নাগরিকত্বের কারণে তাঁরও নাগরিকত্ব পেয়ে যাওয়ার সম্ভাবনা যে নেই তা নয়। আর যদি সত্যিই তিনি তা পেয়ে যান তবে তাঁকে দেশে ফেরানো যে আরও কঠিন হয়ে যাবে সেবিষয়ে একমত ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.