ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেলজিয়াম আদালতে ধাক্কা খেয়েই ফের নতুন করে আবেদন করলেন মেহুল চোকসি। পলাতক হিরে ব্যবসায়ীর দাবি, তাঁর স্বাভাবিক সুবিচারের অধিকার খর্ব করেছে বেলজিয়াম প্রশাসন। তাই দ্রুত জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন চোকসি। তবে সেই আবেদন নিয়ে এখনও শুনানি হয়নি বেলজিয়ামের আদালতে।
চলতি মাসেই বেলজিয়ামে গ্রেপ্তার হন ঋণখেলাপি ব্যবসায়ী। তাঁকে ফেরাতে চেয়ে প্রত্যর্পণের অনুরোধও জানিয়েছে ভারত। কিন্তু গ্রেপ্তারির পর থেকেই একের পর এক আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন চোকসি। প্রথমে তাঁর দাবি ছিল, যেহেতু তিনি অসুস্থ তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর অনুমতি দেওয়া হোক। প্রয়োজন পড়লে তিনি জিপিএস ট্র্যাকারও শরীরে লাগাতে পারেন। তবে সেই আর্জি খারিজ হয়ে যায়।
তারপরে ফের নতুন আর্জি নিয়ে আদালতে যান মেহুল চোকসি। এবার তাঁর দাবি, যথাযথ নিয়ম মেনে গ্রেপ্তার করা হয়নি। বরং গ্রেপ্তারির সময়ে ব্যবসায়ীর স্বাভাবিক সুবিচারের অধিকার লঙ্ঘন হয়েছে। মৌলিক অধিকারেও হস্তক্ষেপ করেছে বেলজিয়াম প্রশাসন। এত সব কারণ দেখিয়ে চোকসির দাবি, তাঁকে জেল থেকে দ্রুত মুক্তি দেওয়া হোক। তবে আদালত এই আর্জিতে এখনও শুনানি শুরু করেনি আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালে গুজরাটের হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে বিরাট অঙ্কের আর্থিক কেলেঙ্কারি ধরা পড়ার পরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। অ্যান্টিগা, বারবুডা, ডমিনিকায় পালিয়ে বেড়িয়েছেন। যদিও সেখানকার প্রশাসনের দাবি, চিকিৎসার জন্য সে দেশে গেলেও পরে মেহুল চোকসি দেশ ছেড়ে চলে গিয়েছেন। ২০২১ সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর সময় একবার ধরা পড়েছিলেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মেহুল চোকসি। অবশেষে বেলজিয়াম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এবার কি দেশে ফেরানো যাবে ঋণখেলাপি মেহুল চোকসিকে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.