Advertisement
Advertisement
Meghan Markle

ফের কেরিয়ারে মন, নয়া শো-র ট্রেলারে সবজি কেটে কেক সাজালেন ব্রিটিশ ‘রাজবধূ’ মেগান

নেটফ্লিক্সে দেখা যাবে তাঁর নতুন শো। ইতিমধ্য়ে প্রকাশ্য়ে এসেছে ট্রেলার।

Meghan Markle back to own profession, trailer of her new show aired in Netflix
Published by: Sucheta Sengupta
  • Posted:January 5, 2025 8:32 pm
  • Updated:January 5, 2025 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে বছর চারেক আগে। লন্ডন থেকে পাততাড়ি গুটিয়ে ক্যালিফোর্নিয়ায় থিতু হয়েছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি এবং স্ত্রী মেগান। ছেলেমেয়ে আর্চি আর লিলিবেটও থাকে সেখানে। রাজ পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আর্থিক উৎস নিয়ে সংশয়কে তোয়াক্কা করেননি তাঁরা। নিজেদের ‘ব্র্যান্ড’ খুলে ব্যবসা শুরু করেন হ্যারি-মেগান। কিন্তু এবার আর যৌথ ব্যবসা নয়, সম্ভবত দুজনে আলাদা করে নিচ্ছেন নিজেদের কেরিয়ার। মেগান আবার ফিরে যাচ্ছেন বিনোদন জগতে। নেটফ্লিক্সে তাঁর নতুন শোয়ের ট্রেলার প্রকাশ্যে এল। তাতে দেখা যাচ্ছে, নিজের ব্লগ করছেন মেগান। বাগান সাজিয়ে, সবজি কেটে, কেক বানিয়ে সকলকে আনন্দে থাকার টিপস দিচ্ছেন। আর তাতেই মনে করা হচ্ছে, নিজের পুরনো পেশায় ফিরছেন মার্কিন অভিনেত্রী মেগান মর্কেল।

এক অনুষ্ঠানে মেগান মর্কেল। ছবি: সোশাল মিডিয়া।

প্রিন্স হ্যারিকে বিয়ের আগে মেগান পুরোদমে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। মডেল-অভিনেত্রীর খ্যাতি ছিল ব্লগার, রিয়্যালিটি শো-র সঞ্চালক হিসেবেও। কিন্তু বিয়ের পর সেই কেরিয়ারে ভাটা পড়ে। ব্রিটিশ রাজপরিবারের বধূ হওয়ায় অনেক কিছুই বদলে গিয়েছিল। কিন্তু পরিবারেও বেশিদিন থাকেননি মেগান-হ্যারি। পারিবারিক ধন-মান ছেড়ে বেরিয়ে এসেছিলেন অনায়াসে। মেগানের বাড়ি ক্যালিফোর্নিয়ায় গিয়ে পাকাপাকি বসবাস শুরু করেন। পরে তাঁদের কোলে আসে আর্চি, লিলিবেট। সংসারেই অনেকটা সময় কাটিয়েছেন বাকিংহামের ছোট রাজবধূ। তবে আয়ের জন্য শুরু করে ব্যবসা। স্বামী-স্ত্রী মিলেই ব্যবসা চালাচ্ছিলেন।

Advertisement
Princess Anne ‘pushed’ Prince Charles to evict Prince Harry & Meghan
ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও রাজবধূ মেগান। ছবি: সোশাল মিডিয়া।

কিন্তু এবার তাতেও ছেদ। আর যৌথ ব্যবসা নয়, ফের নিজের কেরিয়ারে ফিরছেন মেগান মর্কেল। লাইফস্টাইল ব্লগে মন দিচ্ছেন। নেটফ্লিক্সে আসছে তাঁর নতুন শো। ট্রেলারে কখনও দেখা গিয়েছে, বাগান থেকে মধু সংগ্রহ করছেন, স্বামী হ্যারিকে জড়িয়ে ধরে ফুটিয়ে তুলছেন সুখী দাম্পত্যের ছবি। আবার কখনও দেখা যাচ্ছে, সাধারণ গৃহবধূর মতো সবজি কেটে, কেক বানিয়ে ঘর সাজাচ্ছেন। এই শো-র উপর রাজ পরিবারের কোনও প্রভাব যাতে না থাকে, তার জন্য তৎপর মেগান। শুভানুধ্যায়ীরা বলছেন, নতুনভাবে কেরিয়ার শুরু করা মেগানের নয়া শো নিশ্চিতভাবে দারুণ জনপ্রিয়তার মুখ দেখবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement