Advertisement
Advertisement

Breaking News

Hamas

‘এটাই তাদের শেষ বছর’, হামাসের ‘জন্মদিনে’ বার্তা ইজরায়েলের

গাজায় তীব্র আক্রমণ চালাচ্ছে ইজরায়েল।

May this birthday be its last, says Israel on Hamas founding day। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 15, 2023 5:09 pm
  • Updated:December 15, 2023 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭০ দিনে পা রেখেছে হামাস বনাম ইজরায়েল রক্তক্ষয়ী যুদ্ধ। জঙ্গিদের খতম করতে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। লড়াই চলছে ওয়েস্টব্যাঙ্কেও। রণক্ষেত্রে পিছু হটতে নারাজ হামাস। পালটা মার দিচ্ছে তারাও। এর মাঝেই হামাসের প্রতিষ্ঠা দিবসে বিশেষ কেকের ছবি পোস্ট করে ফের হুমকি দিল ইজরায়েল। তেল আভিভের হুমকি, ‘এটাই তাদের শেষ বছর’।   

জানা গিয়েছে, আজ শুক্রবার প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের ৩৬তম প্রতিষ্ঠা দিবস। যা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে ইজরায়েল। ইহুদি দেশটি লিখেছে, ‘৩৬ বছর আগে আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল হামাস। এই বছরটাই যেন ওদের শেষ জন্মদিন হয়।’ এই লেখার সঙ্গে একটি কেকের ছবিও পোস্ট করা হয়েছে। কেকের উপরে রয়েছে তিনটি মিসাইল। এইভাবেই আরও একবার হামাসকে চিরতরে মুছে ফেলার বার্তা দিল ইজরায়েল। 

Advertisement

[আরও পড়ুন: এবার ইউরোপে হামলার ছক হামাসের! তিন দেশ থেকে গ্রেপ্তার ৭ সন্দেহভাজন]

উল্লেখ্য, ৭ অক্টোবরের হামলার বদলা নিতে হামাসকে (Hamas)  ধ্বংস করে দেওয়ার পণ নিয়েছে ইজরায়েল (Israel)। সেই লক্ষ্যে গাজায় তীব্র আক্রমণ শানাচ্ছে ইজরায়েলি ফৌজ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। এহেন মানবিক বিপর্যয়ে  গাজায় যুদ্ধবিরতি চাইছে বিভিন্ন দেশ। কিন্তু কোনও পক্ষের কথাতেই কর্ণপাত করতে নারাজ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধের শেষ না দেখা অবধি ইজরায়েলের সেনা থামবে না। কড়া হুঁশিয়ারি নেতানিয়াহুর। 

এদিকে, তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে হামাসও। মঙ্গলবার জঙ্গিদের পাতা ফাঁদে পা দিয়ে নিহত হয় গোলান ব্রিগেডের ৯ জন ইজরায়েলি সৈনিক। ওইদিন গাজার (Gaza) শিজাইয়া এলাকায় আহত সৈনিকদের সন্ধানে বেরিয়েছিল ইজরায়েলি সেনার একটি দল। সেই সময়ে লাগাতার হামলার মুখে পড়ে তারা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন নেতানিয়াহু। তবে যাই হয়ে যাক না কেন, যুদ্ধবিরতির প্রস্তাব মানতে নারাজ তিনি।

[আরও পড়ুন: ফের পাকিস্তানে জঙ্গিদের নিশানায় পুলিশ, ফিদায়েঁ হামলায় নিহত ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement