Advertisement
Advertisement

Breaking News

Los Angeles

দাবানলের কবলে লস অ্যাঞ্জেলস! দাউদাউ জ্বলছে ‘পরিদের শহর’, ঘরছাড়া হাজার হাজার

জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম।

Massive wildfire rages through Los Angeles hillside

আগুনের লেলিহান শিখায় আতঙ্ক লস অ্যাঞ্জেলসে। ছবি: রয়টার্স

Published by: Biswadip Dey
  • Posted:January 8, 2025 1:16 pm
  • Updated:January 8, 2025 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দাবানলে দাউদাউ পুড়ছে মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল। আগুনে পুড়ে ছারখার বহু বাড়ি। আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী। রাস্তায় থমকে গাড়ির সারি। এখনও পর্যন্ত পাওয়া খবরে ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম।

জানা গিয়েছে, সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমিতে আগুন জ্বলছে। শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ার ফলে দ্রুত আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাড়ছে উদ্বেগ। কয়েক ঘণ্টার মধ্যেই বহু অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। হাওয়ার গতি আরও বাড়ার আশঙ্কায় অনেকেই এলাকা ছেড়ে পালাচ্ছেন। আগুনের কবলে বহু বাড়ি। এমনকী গাড়িও। দাউদাউ জ্বলতে থাকা বাড়ি ও গাড়ির বহু ভিডিও ভাইরাল হয়েছে। তবু এই পরিস্থিতিতেও কোনও হতাহতের খবর না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রশাসন। ওই প্রদেশের অগ্নি বিষয়ক প্রধান ক্রিস্টিন ক্রাউলে বলছেন, ”এই বিষয়টা আমাদের স্বস্তি দিচ্ছে যে কেউ হতাহত হননি।”

Advertisement

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে বিমানে সমুদ্রের জল ছিটিয়ে আগুনের শিখা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। বুলডোজারের সাহায্যে পরিত্যক্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ্য, যাতে আপৎকালীন পরিস্থিতিতে গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। 

Massive wildfire rages through Los Angeles hillside

এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, ১০ হাজার বাড়ি এবং ২৫ হাজার মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। বহু মানুষকেই পায়ে হেঁটেই এলাকা ছেড়ে পালাতে দেখা গিয়েছে। লস অ্যাঞ্জেলসের অর্থ ‘পরিদের শহর’। সেই শহরই এখন আগুনের প্রকোপে। আপাতত তাই আগুন কীভাবে নিয়ন্ত্রণে আসবে সেদিকেই নজর সকলের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement