সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাউদাউ আগুন জ্বলে উঠল পাক বিমানবন্দরে। যার জেরে বাতিল হল সব উড়ান। এলাকায় ছড়াল চাঞ্চল্য। সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে রানওয়ে।
জানা গিয়েছে, লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে শনিবার। দেখা যায়, বিমানবন্দরে অবতরণ করতে থাকা পাক সেনার এক বিমানের টায়ারে আগুন লেগেছে। দ্রুত সেখানে পৌঁছয় দমকলের ইঞ্জিন। সেই সময় রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে সব উড়ান। বিমানটি জ্বলন্ত চাকা নিয়েই অবতরণ করেছিল।
Fire breaks out at Allama Iqbal International Airport. It is also known as Lahore International Airport, Pakistan.#Terrorism #Fire #PehalgamTerroristAttack pic.twitter.com/oFeZCp7MNQ
— Kapadia CP (@Ckant72) April 26, 2025
জানা গিয়েছে, লাহোর বিমানবন্দর থেকে ঘোষণা করা হয়েছে যে, আপাতত কোনও বিমান যেমন ছাড়বেন না, তেমনই যে বিমানগুলির নামার কথা তাদেরও গতিপথ বদলে অন্যত্র যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কীভাবে বিমানের চাকায় আগুন লাগল তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাক অনুপ্রবেশকারী জঙ্গিদের যুক্ত থাকার কথা জানা গিয়েছে। এমনকী পাক মদতপুষ্ট লস্করের ছায়া সংগঠন হামলার দায় স্বীকার করায় প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। জবাবে পাকিস্তানও করেছে বহু পদক্ষেপ। যার মধ্যে অন্যতম পাক আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেওয়া। এই পরিস্থিতিতেই আচমকা দুর্ঘটনা লাহোর বিমানবন্দরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.