Advertisement
Advertisement
Vietnam

ভয়াবহ অগ্নিকাণ্ড ভিয়েতনামের বহুতলে, মৃত ৫৬, জখম ৩৭

আটক বহুতলের মালিক।

Massive Fire at Vietnam apartment, kills 56 । Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:September 13, 2023 9:15 pm
  • Updated:September 13, 2023 9:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড ভিয়েতনামে। রাজধানী হ্যানয়ের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় প্রাণ হারালেন ৫৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জখম অন্তত ৩৭। আটক করা হয়েছে আবাসনের মালিককে। 

ভিয়েতনামের সরকারি সংবাদ সংস্থা ভিএনএ সূত্রে খবর, মঙ্গলবার রাত ২টো নাগাদ হ্যানয়ের একটি বহুতলে আগুন আগে। ন’তলা ওই বিল্ডিংয়ে দেড়শোজন বাসিন্দা থাকতেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। অনেকেই প্রাণ বাঁচাতে জানালা থেকে ঝাঁপ দেন। তাতেও বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

Advertisement

[আরও পড়ুন: সমুদ্রে ভাসছে লাশ, স্বজনহারার কান্নায় ডুবে লিবিয়া, ৫০০০ ছাড়াল মৃতের সংখ্যা]

ইতিমধ্যে ওই বহুতলের মালিক এনঘিম কোয়াং মিনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, মিন বহুতলের অগ্নিনির্বাপণ বিধিলঙ্ঘন করেছেন। এ বিষয়ে, ভিয়েতনামের নিরাপত্তা মন্ত্রালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত করা হবে। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। তারপর সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বিভিন্ন এলাকার সমস্ত বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে বলা হয়।

[আরও পড়ুন: রাশিয়ায় কিম-পুতিন করমর্দন, ‘আপনাকে দেখে আনন্দিত’, বললেন রুশ প্রেসিডেন্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement