সংবাদ প্রতিদিন ডিজিটাল: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বেইরুট। ধোঁয়ায় ঢাকল আকাশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিমি অঞ্চলের মধ্যে বাড়িঘর ধুলিসাৎ হয়ে গিয়েছে। বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় বন্দরে বিস্ফোরক মজুত থাকা কোনও কারখানায় এই ঘটনা ঘটে।
লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব আব্বাস ইব্রাহিম জানিয়েছেন, স্থানীয় সময় বিকেলের দিকে বন্দর এলাকায় বিস্ফোরণ ঘটে। এর তীব্রতায় মনে হচ্ছিল যেন ভূমিকম্প হয়েছে। শহরের কেন্দ্রে ব্যাপক আতঙ্ক ছড়ায়। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বিস্ফোরণে। তবে কীভাবে হল বিস্ফোরণ? কোনও নাশকতার ছক রয়েছে কিনা তার তদন্ত শুরু হয়েছে।
Video of the explosion in Beirut.. Its quite horrifying
— Imarti Rani (@imarti_rani420) August 4, 2020
লেবাননের রাস্ট্রপতি মিখেল আউন এই ঘটনার জেরে তড়িঘড়ি নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন। মনে করা হচ্ছে, বহু আগে থেকে মজুত করা বিস্ফোরক ফেটে এই ঘটনা হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ এবং ধ্বংসাবশেষের ভিডিও ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Huge explosion in Lebanon’s capital Beirut. More details awaited. https://t.co/JfnWyUhDuN pic.twitter.com/YRnqOibfpY
— ANI (@ANI) August 4, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.