Advertisement
Advertisement
Japan

বছরের প্রথম দিনেই ৭.৫ রিখটার স্কেলে ভূমিকম্প জাপানে, আছড়ে পড়ল সুনামি

৫ মিটার ঢেউ উঠতে পারে, আশঙ্কা জাপানের আবহাওয়া দপ্তরের।

Massive earthquake hits Japan, tsunami started at Wajima | Sangbad Pratidin

ভূমিকম্পের জেরে ফাটল ধরেছে জাপানের রাস্তায়। নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 1, 2024 1:16 pm
  • Updated:January 1, 2024 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম দিনেই বড়সড় বিপর্যয় জাপানে (Japan)। ৭.৬ মাত্রায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উদীয়মান সূর্যের দেশ। তার পরেই সুনামি সতর্কতা জারি হয়েছে দেশজুড়ে। ইতিমধ্যেই ওয়াজিমা উপকূলে ১.২ মিটার ঢেউ ওঠা শুরু হয়েছে। ফলে ভূমিকম্পের ঠিক পরেই শুরু হয়ে গিয়েছে সুনামি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য জাপান। কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও-সহ একাধিক বড় শহরে। দেশের পশ্চিম উপকূলে জারি হয়েছে সুনামি সতর্কতা। 

[আরও পড়ুন: বর্ষবরণে চিন্তা বাড়াচ্ছে JN.1, এক সপ্তাহেই দেশে কোভিড সংক্রমণ বাড়ল ২২ শতাংশ]

জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ প্রবল ভূমিকম্প (Japan Earthquake) হয় জাপানের নানা শহরে। জাপানি স্কেলের ৭এর বেশি মাত্রায় কেঁপে ওঠে দেশের পশ্চিমদিকের এলাকাগুলো। সঙ্গে সঙ্গেই উপকূলবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। দেশজুড়ে জারি হয় সুনামি সতর্কতা। সমুদ্রের ঢেউ ৫ মিটার পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা আবহাওয়া দপ্তরের। 

জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, ইশিকাওয়ার নোটো এলাকায় কম্পনের উৎসস্থল। তার পরে কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও থেকে শুরু করে একাধিক বড় শহরে। ইতিমধ্যেই এক মিটার সমান উঁচু ঢেউ উঠতে শুরু হয়েছে ইশিকাওয়া এলাকার উপকূলে। সুনামি সতর্কতা জারি হয়েছে গোটা দেশে। বিশেষত নোটো, টোয়ামার উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের বলা হয়েছে, উঁচু বাড়িতে বা অন্য এলাকায় আশ্রয় নিতে।

তবে এখনও জাপানে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। পাশাপাশি সতর্কতা জারি হয়েছে জাপানের প্রতিবেশী দেশ কোরিয়া ও রাশিয়াতেও। ভয়াবহ সুনামির ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: রামমন্দিরের আগেই আরেক উদ্বোধন, দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর সূচনা করবেন মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement