Advertisement
Advertisement
Vladimir Putin

পুতিনের উপর প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, চাঞ্চল্যকর দাবি রাশিয়ার

ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন উড়িয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার।

Massive drone attack on Vladimir Putin, claims Russia, accusing Ukraine | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 3, 2023 5:58 pm
  • Updated:May 3, 2023 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণঘাতী হামলা ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) উপর। বুধবার রাশিয়ার (Russia) তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, রুশ প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা চালিয়েছে দু’টি ড্রোন। ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভ থেকেই ওই ড্রোন ওড়ানো হয়েছিল বলেই দাবি রাশিয়ার। যদিও হামলার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সম্পূর্ণ সুস্থ রয়েছেন পুতিন, এমনটাই জানানো হয়েছে রাশিয়ার বিবৃতিতে। হামলাকারী ড্রোনদুটি ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে রাশিয়া। 

বুধবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায়, ধোঁয়ায় ঢেকে গিয়েছে প্রেসিডেন্ট পুতিনের বাসভবন সিটাডেল। বাসভবন লক্ষ্য করে উড়ে আসছে ড্রোন, এমনটাও দেখা গিয়েছে ওই ভিডিও। তবে পুতিনের বাসভবনে আছড়ে পড়ার আগেই ধ্বংস হয়ে যায় ড্রোন দুটি। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কারণেই ড্রোন দুটি নষ্ট করা গিয়েছে বলে দাবি রাশিয়ার। 

Advertisement

[আরও পড়ুন: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, লখনউ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে ধোনির চেন্নাই]

গোটা ঘটনার জন্য ইউক্রেনকেই দায়ী করে বিবৃতি দিয়েছে ক্রেমলিন। তাদের সাফ দাবি, প্রেসিডেন্টের উপর প্রাণঘাতী সন্ত্রাসবাদী হামলা হয়েছে। সঠিক সময়ে এর বদলা নেবে রাশিয়া। আরও জানা গিয়েছে, ঘটনার সময়ে বাসভবনেই কাজ করছিলেন পুতিন। তবে হামলার জেরে তাঁর বাসভবনের কোনও ক্ষতি হয়নি। আগামী দিনের পরিকল্পনা অনুযায়ীই নিজের সমস্ত কর্মসূচি চালিয়ে যাবেন রুশ প্রেসিডেন্ট। 

জানা গিয়েছে, রুশ প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে উড়ে এসেছে দুটি কামিকাজে ড্রোন। প্রসঙ্গত, ইউক্রেনের উপর হামলা চালানোর জন্য ইরান থেকে এই বিশেষ ড্রোন কিনেছে রাশিয়া, এমনটাই জানা গিয়েছিল সূত্র মারফত। রাশিয়ার তরফে ইউক্রেনকে দায়ী করা হলেও সেই দাবি খারিজ করে দিয়েছে জেলেনস্কির দেশ। প্রেসিডেন্টের মুখপাত্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, “ইউক্রেন কখনই ক্রেমলিনের উপর হামলা চালাবে না। কারণ তাতে সামরিক ভাবে কোনও লাভ হবে না। এই হামলার সঙ্গে ইউক্রেনের কোনও সম্পর্ক নেই।” 

[আরও পড়ুন: সবুজ পাতায় শরীর ঢাকলেন ঋতাভরী, ছবি দেখে কী বলছেন নেটিজেনরা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement