Advertisement
Advertisement

Breaking News

New York

গলায় বেল্ট পেঁচিয়ে গাড়ির পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ! নিউ ইয়র্কের রাজপথেই ভয়াবহ দৃশ্য

মুখোশধারী আততায়ীর সন্ধানে চলছে তল্লাশি।

Masked man allegedly chokes New York woman and assaulted her

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:May 10, 2024 7:23 pm
  • Updated:May 10, 2024 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে এক ধর্ষণের হাড়হিম ভিডিও ভাইরাল নেট ভুবনে। যেখানে দেখা গিয়েছে, এক মহিলাকে মুখোশধারী আততায়ী গলায় বেল্টের প্যাঁচ দিয়ে গাড়ির পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করছে! এমন ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। যেহেতু আততায়ী মুখোশ পরেছিল, তাই তার পরিচয় এখনও জানা যায়নি। পুরোদমে চলছে খোঁজ।

ঠিক কী দেখা যাচ্ছে ভিডিওয়? প্রথমে ওই মহিলার পিছু নিয়ে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করতে দেখা যায় অভিযুক্তকে। আর তার পরই মহিলাকে দেখা যায় এগিয়ে যেতে। এই সময়ই সে বেল্ট পেঁচিয়ে দেয় মহিলার গলায়। আর তাকে মাটিতে ফেলে টানতে টানতে নিয়ে যায় দুটি পার্ক করা গাড়ির পিছনে। তার পর সেখানে তাকে ধর্ষণ করে সেখান থেকে চম্পট দেয় আততায়ী। গত ১ মে ঘটেছে এই ঘটনা। নির্যাতিতার বয়স ৪৫। তিনি বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁকে নিকবটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলেই জানাচ্ছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: মদ খেয়ে রাস্তায় তাণ্ডব মহিলাদের, পুলিশকে কামড়! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

এদিকে আততায়ীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। ছড়িয়ে দেওয়া হয়েছে তার সম্পর্কিত বিবরণ। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার ওই ব্যক্তির পরনে ছিল ‘GAP’ লেখা একটি সোয়েটশার্ট, সাদা প্যান্ট ও লাল-কালো-সাদা স্নিকার।

[আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজ্যকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement