প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ানমারের পর টোঙ্গা। ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আরও এক দেশ। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭.১ মাত্রায় কেঁপে উঠেছে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। ইতিমধ্যেই জারি হয়েছে সুনামি সতর্কতা। এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি সেদেশ থেকে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, মাটি থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। পাঙ্গাই গ্রাম থেকে ৯০ কিলোমিটার দূরে তৈরি হয়েছে ৭.১ মাত্রার কম্পন। এই ভূমিকম্পের জেরে ভয়াবহ সুনামির আশঙ্কা রয়েছে। আমেরিকার সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কম্পনের উৎসস্থল থেকে অন্তত ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই টোঙ্গা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র সৈকত এবং উপকূলবর্তী এলাকা থেকে সকলকে সরে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। উৎপত্তিস্থল সে দেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা-সহ একাধিক জায়গায়। এর প্রভাব পড়ে ভারতেও। কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা ও সিকিমও। এছাড়া ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়ে মায়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও।
ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার। শনিবার পর্যন্ত ১৬৪৪ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। জখমের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন হাজার। ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের পাশে দাঁড়াতে ‘অপরেশন ব্রহ্ম’ ঘোষণা করেছে ভারত। ইতিমধ্যে বায়ুসেনার বিমানে ১৫ টন ত্রাণ পাঠানো হয়েছে সেদেশে। কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে থাইল্যান্ডও। সেই ভয়াবহ কম্পনের রেশ কাটতে না কাটতেই বিরাট ভূমিকম্প টোঙ্গাতেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.