Advertisement
Advertisement

Breaking News

Maryam Nawaz

পাকিস্তানে মোদি মডেল! প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েই বড় সিদ্ধান্ত নওয়াজকন্যার

এমন দাবি করে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

Maryam Nawaz aims to implement PM Modi's economic model। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 29, 2024 12:53 pm
  • Updated:February 29, 2024 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ (Maryam Nawaz)। তিনিই প্রতিবেশী দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আর শপথ নেওয়ার পরই তাঁর মুখে অকাতর প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)! তিনি জানিয়েছেন, মোদির অর্থনৈতিক মডেল অনুসরণ করেই প্রশাসন চালাতে চান। মরিয়মের দাবি, পাঞ্জাব প্রদেশকে তিনি অর্থনৈতিক হাব বানাবেন।

যদিও তাঁর এহেন কথায় সমালোচনাও শুরু হয়েছে। আমজাদ আয়ুব মির্জা প্রশ্ন তুলেছেন, পাকিস্তানে (Pakistan) মোদি মডেলের প্রয়োগ আদপে একটা অবাস্তব আইডিয়া। কিন্তু মরিয়ম জানিয়েছেন, তিনি চান ওই মডেল অনুসরণ করেই পাঞ্জাব প্রদেশে বিপুল পরিবর্তন আনতে। ১৯৭৩ সালে জন্ম মরিয়মের। ২০১৭ সালে নওয়াজ শরিফের প্রধানমন্ত্রিত্বের পদ বাতিল হওয়ার পর থেকেই প্রকৃতপক্ষে রাজনৈতিক যাত্রা শুরু করেন মরিয়ম।

Advertisement

[আরও পড়ুন: ২০১৪-র ভোটে তৃণমূলের অ্যাকাউন্টে ‘গরমিল’! অরূপ বিশ্বাসকে তলব ইডির]

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সহ-সভাপতি মরিয়ম মুখ্য়মন্ত্রিত্বের সুযোগ পেলেন ইমরানের দলের সমর্থিক প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয়। তাঁরা বয়কট করাতেই পথ একেবারে সহজ হয়ে যায় নওয়াজকন্যার। একদা তাঁর বাবাও ছিলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। এবার সেই পদে শপথ মরিয়মেরও। তাঁর উত্থান খুব সহজ ছিল না। এমনকী হাজতেও পাঠানো হয়েছে ৫০ বছরের নেত্রীকে। এবার ৩৭১ জনের পাঞ্জাব বিধানসভায় ২২০ ভোট পেয়ে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন তিনি। আর তার পরই তিনি স্বপ্ন দেখাতে শুরু করেছেন সেখানকার মানুষদের।

[আরও পড়ুন: কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী, লোকসভার আগেই বিজেপিতে যোগ? নিজেই দিলেন ইঙ্গিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement