সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাস্টিন ট্রুডো পদত্যাগ করতেই কানাডায় জামিন পেয়েছেন চার ভারতীয়। বৃহস্পতিবার এমন খবর ছড়িয়ে পড়ে গোটা দুনিয়ায়। কিন্তু কানাডা প্রশাসনের কথায়, চার ভারতীয়কে মুক্তি দেওয়া হয়নি। বাধ্যতামূলকভাবে বন্দি থাকতে হবে খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খুনে অভিযুক্তদের। আপাতত তাদের মুক্তির আবেদন নিয়ে শুনানিও হবে না আদালতে।
বৃহস্পতিবার জানা যায়, কানাডার আদালত জামিন দিয়েছে অভিযুক্ত চার ভারতীয়কে। নিজ্জর খুনে অভিযুক্ত চার ভারতীয় করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রীত সিং এবং করণপ্রীত সিং। খুন এবং খুনের পরিকল্পনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকদিন আগে প্রাদেশিক আদালতের পরিবর্তে ব্রিটিশ কলম্বিয়ার উচ্চ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। আগামী ১১ ফেব্রুয়ারি ব্রিটিশ কলম্বিয়া উচ্চ আদালতে ওই মামলার পরবর্তী শুনানি হবে। খবর ছড়ায়, শুনানির আগেই জামিন পেয়েছেন চার অভিযুক্ত।
কিন্তু জামিন পেলেও জেল থেকে মুক্তি পাবেন না চার ভারতীয়। কানাডার আইন মন্ত্রকের আধিকারিক অ্যান সিমোর জানিয়েছেন, “চারজন অভিযুক্তকে বাধ্যতামূলকভাবে আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত। আপাতত জেলবন্দি থাকবেন চার অভিযুক্ত। আপাতত তাঁদের মুক্তির আবেদনও শুনবে না আদালত।” অর্থাৎ বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গারদের ওপারেই থাকতে হবে চার ভারতীয়কে। সূত্রের খবর, বেশ কিছুদিন পরে হয়তো অভিযুক্তদের জেলমুক্তির শুনানি হতে পারে। কিন্তু তাতেও আদালত আবেদন খারিজ করতে পারে কারণ হত্যা এবং খুনের ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ রয়েছে চারজনের বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে খলিস্তানি নেতা নিজ্জরকে হত্যা করা হয়। এরপর ২০২৪ সালের মে মাসে নিজ্জর খুনের অভিযোগে চার জন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তার করে কানাডা পুলিশ। এবার সেই মামলায় জামিন পেলেও জেলেই আটকে ভারতীয়রা। অন্য কোনও মামলার সঙ্গে অবশ্য এই চারজনের যোগ নেই। তা সত্ত্বেও কেন জেলে আটকে রাখা হল, সেই নিয়ে উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.