ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক বললেও হয়তো কম বলা হয়। অত্যন্ত কষ্টকর এবং ভয়ংকর মৃত্যু হল ৭২ বছরের এক বৃদ্ধের। ৪০টি কুমির ছিঁড়ে খেল তাঁকে!
হ্যাঁ, ঠিকই পড়েছেন। যা ভাবলেও শিউরে উঠতে হয়, তা-ই ঘটেছে ওই বৃদ্ধের সঙ্গে। গত শুক্রবার বীভৎস এই কাণ্ড ঘটে কম্বোডিয়ায়। কিন্তু কীভাবে একঝাঁক কুমিরের মাঝে পড়লেন তিনি? পুলিশের তরফে জানা গিয়েছে, সম্প্রতি নিজেরই পরিবারের ফার্মহাউসে গিয়েছিলেন ওই বৃদ্ধ। যেখানে কুমির লালনপালন করা হয়। তাদের জন্য আলাদা করে বড় এলাকা ঘেরাও করা আছে। সেই খাঁচাতেই ডিম পাড়ে একটি কুমির। সেই কুমিরকে সরিয়ে ডিমটি বের করার চেষ্টা করছিলেন তিনি। একটি লাঠি দিয়ে কুমিরটিকে সরাতে গিয়েই ঘটে বিপত্তি! নিজের দাঁত দিয়ে কুমিরটি সজোরে চেপে ধরে ওই বৃদ্ধের হাতের লাঠি। সেই টানেই বেষ্টনির মধ্যে এসে পড়েন বৃদ্ধ। আর সঙ্গে সঙ্গে তাঁর দিকে এগিয়ে আসে সেখানে থাকা বাকি কুমিরগুলি।
এরপর যা হওয়ার তাই নয়। বৃদ্ধের উপর হামলা করে তাঁকে ক্ষতবিক্ষত করে ফেলে প্রায় ৪০টি কুমির। শরীরের নানা অংশ খুবলে আলাদা করে দেয় তারা। রক্তাক্ত অবস্থায় সেখানেই প্রাণ হারান ওই বৃদ্ধ। পুলিশ জানিয়েছে, বৃদ্ধের গোটা শরীরে কুমিরের দাঁতের অগুনতি দাগ মিলেছে। তাঁর হাতের অংশ চিবিয়ে ফেলে দিয়েছে কুমিরগুলি।
এর আগে ২০১৯ সালে এমনই বীভৎস ঘটনা উঠে এসেছিল শিরোনামে। এই একই গ্রামের এক ফার্মহাউসে দু’বছরের শিশুকে মেরে খেয়ে ফেলেছিল কুমিরের দল। সেই আতঙ্কই আবার ফিরল শুক্রবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.