Advertisement
Advertisement

Breaking News

লন্ডন

লন্ডনে ফের সন্ত্রাসের ছায়া, ছুরি নিয়ে একের পর এক আক্রমণ দুষ্কৃতীর

পুলিশের গুলিতে খতম দৃষ্কৃতী।

Man shot dead by cops after several stabbed in London
Published by: Sulaya Singha
  • Posted:February 2, 2020 9:24 pm
  • Updated:February 2, 2020 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লন্ডনে দুষ্কৃতীর ছুরির হামলায় ছড়াল তীব্র আতঙ্ক। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, এক ব্যক্তি ছুরি হাতে রাস্তায় উন্মাদের মতো একের পর এক আক্রমণ চালায়। অনেকের উপরই ছুরির কোপ বসায় সে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুলি করে দুষ্কৃতীকে খতম করা হয়।

এর আগেও ছুরি হামলার ঘটনা ঘটেছে লন্ডনে। সন্ত্রাস হামলার আতঙ্কে সেবার কেঁপে উঠেছিল গোটা শহর। এবার দক্ষিণ লন্ডনের এমন ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল। মেট্রো পলিটন পুলিশের তরফে বলা হয়, “স্ট্রিথ্যামে এক ব্যক্তিকে গুলি করে খতম করা হয়েছে। একাধিক মানুষের উপর ছুরির কোপ বসিয়েছে সে, এমনটাই অনুমান করা হচ্ছে। গোটা ঘটনা খতিয়ে দেখছি আমরা। গোটা ঘটনাকে জঙ্গি কার্যকলাপ বলেই ঘোষণা করা হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: করোনার জেরে চিনে ব্যাহত চিকিৎসা পরিষেবা, দীর্ঘক্ষণ পথে আটকে ক্যানসার আক্রান্ত তরুণী]

এমন কোনও দুর্ঘটনা ঘটতে চলেছিল, সে ইঙ্গিত আগে দিয়েছিল পুলিশ। জানানো হয়েছিল, একটি বিষয় তারা খতিয়ে দেখছে। যে কারণে ওই এলাকায় কাউকে হাঁটাচলা করতেও নিষেধ করা হয়েছিল। কিন্তু চূড়ান্ত সতর্কতা জারি না থাকায় অনেকেই সে সময় রাস্তায় ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, হোয়াইট লায়ন পাবের সামনে তিনি হঠাৎই দেখেন এক ব্যক্তির উপর ছুরির কোপ বসায় দুষ্কৃতী। তার কিছু পরেই পুলিশ তাকে গুলি করে। ঘটনার আকস্মিকতায় সকলেই চমকে যান। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি বলেই খবর। ঘটনার পরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কপ্টারে ঘটনাস্থলে এসে পৌঁছায় আরও পুলিশ।

[আরও পড়ুন: পঙ্গপালের আক্রমণে নাস্তানাবুদ পাকিস্তান, দেশজুড়ে জারি জরুরি অবস্থা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement